মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর-সোহান-সাকলাইনরা

বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ
মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর-সোহান-সাকলাইনরা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলেন মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় আগামী ১৬ ডিসেম্বর খেলবেন তারাও। তবে একই দিন বিকেলে খেলতে দেখা যাবে জাতীয় দলে থাকা বর্তমান ক্রিকেটারদেরও।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তত্ত্বাবধানে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা। অদম্য ও অপরাজেয় নামে দুইটি দলের স্কোয়াড ঘোষণা করেছে কোয়াবে। যেখানে অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে।

জাতীয় দলের খেলা না থাকায় অনেকেই ছুটিতে আছেন। আবার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। চোট মুক্ত আছেন এমন ক্রিকেটারদের নিয়েই আয়োজিত হবে ম্যাচটি। দুই দলের স্কোয়াড ঘোষণা করা হলেও নেই লিটন দাস। তবে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়াতে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে।

সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হাবিবুর রহমান সোহান। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন। বিপিএল নিলামে নোয়াখালী এক্সপ্রেসে সুযোগ পেয়েছেন ৫০ লাখ টাকায়। অদম্য স্কোয়াডে রাখা হয়েছে তরুণ ওপেনারকে। একই দলের হয়ে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়ানো আকবর আলীকে। এ ছাড়া সবাই জাতীয় দল থাকা কিংবা আশেপাশে ক্রিকেটাররা।

অপরাজেয় স্কোয়াডে শান্তর নেতৃত্বে খেলবেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এ ছাড়া গত এনসিএল টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা মাহমুদুল হাসান জয়ও আছেন দলে। এশিয়া কাপ রাইজিং স্টার্সে স্লোয়ার ডেলিভারি কিংবা ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে সবার নজর কাড়া আব্দুল গাফফার সাকলাইন খেলবেন দলটির হয়ে।

অদম্য— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয়— পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

আরো পড়ুন: বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ