২৮ রানে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হার, সিরিজে এগিয়ে ভারত
মিচেল মার্শের একটু পর আউট হলেন টিম ডেভিডও। ডানহাতি ব্যাটার ফেরার পর ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে। জশ ফিলিপে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিসরা এলেন আর গেলেন। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত বোলিংয়ে শেষ ২৮ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ১১৯ রানে গুঁড়িয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৮ রানের জয় পেয়েছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। সিরিজের শেষ ম্যাচ হবে ৮ নভেম্বর, ব্রিসবেনে।