পাকিস্তানের বিপক্ষে অক্ষরকে নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক
পাকিস্তানের বিপক্ষে অক্ষরকে নিয়ে শঙ্কা
মাথায় আঘাত পাওয়ার পর অক্ষর প্যাটেল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মাথায় চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ওমানের ইনিংসের ১৫তম ওভারে হাম্মাদ মির্জার মারা একটি ক্যাচ ধরতে মিড-অফ থেকে ছুটে আসেন অক্ষর। ক্যাচটি হাত ফসকে যায় এবং তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে মাথায় আঘাত পান।

এরপর তাকে মাথা ও ঘাড় ধরে থাকতে দেখা যায় এবং ফিজিও তাকে মাঠের বাইরে নিয়ে যান। ইনিংসের বাকি অংশে তিনি আর মাঠে ফেরেননি। অক্ষর মাত্র একটি ওভার বল করেছেন সেই ম্যাচে। মাত্র ৪ রান খরচ করেছিলেন তিনি। ভারত মোট আটজন বোলার ব্যবহার করে ২১ রানে ম্যাচটি জেতে।

মাথায় চোটের ফলে রবিবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর ম্যাচে অক্ষরের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, অক্ষর ভালো আছেন, তবে ম্যাচগুলোর মধ্যে স্বল্প বিরতি থাকায় তাকে নিয়ে শঙ্কা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতের হাতে সময় আছে ৪৮ ঘণ্টারও কম। ব্যাট হাতে অক্ষর ওমানের বিপক্ষে ভালো খেলেন। পাঁচ নম্বরে নেমে ১৩ বলে ২৬ রান করেন এবং সঞ্জু স্যামসনের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৫ রানের দ্রুত জুটি গড়েন। স্যামসন সর্বোচ্চ ৫৬ রান করেন। ভারতের ইনিংস থামে ৮ উইকেটে ১৮৮ রানে।

যদি অক্ষর পাকিস্তানের ম্যাচে না খেলেন, তবে দুবাইয়ে তাদের তিন স্পিনারের কম্বিনেশনে ফিরতে ভারতকে সমস্যা পোহাতে হতে পারে। বর্তমানে দলে আছেন বরুণ চক্রবর্তী। ওমানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এ ছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব। কয়েকওভার হাত ঘোরাতে পারেন ওপেনার অভিষেক শর্মাও।

আরো পড়ুন: পাকিস্তান