আইপিএলে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল

ছবি: দিল্লির জার্সিতে অক্ষর প্যাটেল

ফলে এবার বাধ্য হয়ে অক্ষর প্যাটেলকে অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সাল থেকেই দিল্লির হয়ে খেলছেন অক্ষর। এবারের মেগা নিলামের আগে সর্বোচ্চ ১৬.৫০ কোটি রুপি দিয়ে তাকে রিটেইন করে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে গত জানুয়ারিতে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন অক্ষর।
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত
৯ মার্চ ২৫
৩১ বছর বয়সী এই অলরাউন্ডার স্টেট দল গুজরাটের হয়ে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতেও দলটিকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। এদিকে আইপিএলের গত আসরে একটি ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত।

আইপিএলের মেগা নিলামের আগে ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে দিল্লি। ফলে রিটেইন করা অভিজ্ঞ অক্ষরের কাঁধেই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়কত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছে। আইপিএলের গত আসরেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন অক্ষর। ১১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট করে প্রায় ৩০ গড়ে করেছিলেন ২৩৫ রান।
দিল্লির অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল!
১১ মার্চ ২৫
রাহুলের দিল্লির অধিনায়কত্ব না নেয়া বেশ অবাক করার মতোই বিষয়। মেগা নিলাম থেকে রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে অধিনায়কত্ব করার বিস্তর অভিজ্ঞতা আছে রাহুলের। এর আগে ২০২০-২১ সালে রাহুল পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল।
এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। টপ অর্ডারে দারুণ ব্যাটিংয়ের সঙ্গে রাহুলের অধিনায়কত্ব বাড়তি সহায়ক হতে পারত দিল্লির। আইপিএল মানেই যেন রাহুলের ব্যাটে রানের ফোয়ারা। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ৬টিতে তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন।