ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, ডাক পেলেন শাহবাজ

ভারত-সাউথ আফ্রিকা সিরিজ
ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, ডাক পেলেন শাহবাজ
অক্ষর প্যাটেল ও শাহবাজ আহমেদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অসুস্থতার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টি–টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শাহবাজ আহমেদ। সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে খেলেছেন অক্ষর। ব্যাট হাতে ২৩ ও ২১ রানের দুটি ইনিংস আছে তার।

আর দুই ম্যাচে তার শিকার ৩ উইকেট। অক্ষর সিরিজের প্রথম দুই ম্যাচে খেললেও সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের একাদশে জায়গা হয়নি তার। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, অক্ষর বর্তমানে দলের সঙ্গেই লক্ষ্ণৌতে আছেন। সেখানেই সিরিজের চতুর্থ টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সেখানে তার শারীরিক অবস্থা আরও এক দফা মূল্যায়ন করবেন ভারতীয় দলের চিকিৎসকরা। পাঁচ ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। সিরিজ জিততে আর একটি ম্যাচে জিতলেই হবে ভারতের। অন্যদিকে বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ আছে প্রোটিয়াদেরও।

এমন গুরুত্বপূর্ণ সময়ে অক্ষরের না থাকা নিশ্চিতভাবেই বড় ধাক্কা দেবে ভারতকে। তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের গুরুত্ব পূর্ণ ক্রিকেটার অক্ষর। শাহবাজ তার বিকল্প হিসেবে বড় ভূমিকা রাখতে পারেন কিনা ভারতীয় দলে সেটাই দেখার বিষয়। শাহবাজও অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও বেশ ভালোই পারেন তিনি।

ভারতের স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।

আরো পড়ুন: ভারত