
একটু দুষ্টুমি করেছি, বড় ভাই বকা দিয়েছে মেনে নিতে হবে: সাব্বির
তামিম ইকবালকে আউট করতে ফেইক ফিল্ডিং করেছিলেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের ব্যাটারের এমন কাণ্ডে মেজাজ হারিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তামিম। যদিও ফরচুন বরিশালের অধিনায়কের কথায় মন খারাপ করেননি সাব্বির। ডানহাতি ব্যাটার জানান বড় ভাই বকা দিতেই পারে, ছোট ভাই হিসেবে তা মেনে নিতে হবে। সেই সঙ্গে তামিমের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন সাব্বির।