বিপিএলকে এগিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেস চান তামিম
ছবি: সিলেটে বেশিরভাগ ম্যাচেই কানায় কানায় পরিপূর্ণ ছিল গ্যালারি, ক্রিকফ্রেঞ্জি
ফলে আহমেদাবাদের রেল স্টেশনে পুরো রাত্রিযাপন করতে হয়েছে ফাইনাল দেখতে আসা দর্শকদের। চেন্নাইয়ের জার্সি পড়ে স্টেশনের মেঝেতে ঘুমাচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেশের ক্রিকেট নিয়ে মানুষের পাগলামি হরহামেশাই দেখা গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমন কিছু খুব কম সময়ই দেখা যায়। তবে আইপিএলের দর্শকরা অনেকটা দেশের মতো করেই তাদের ফ্র্যাঞ্চাইজিদের সমর্থন।
ফিট থাকলে বিপিএল খেলে যেতে চান তামিম
১৬ জানুয়ারি ২৫নিজের পছন্দের দলের খেলা মানেই জার্সি গায়ে চাপিয়ে গ্যালারিতে গিয়ে গলা ফাঁটানো নিত্যদিনের চিত্র। চেন্নাইয়ের খেলা মানে পুরো মাঠে হলুদে ছেঁয়ে যাওয়া। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন না হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতেও পুরো গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়। বিপিএলে শুক্রবার বাদে খুব বেশি সমর্থকদের মাঠে খুঁজে পাওয়া যায় না। সবশেষ কয়েক বছরে ফরচুন বরিশালের ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র।
বর্তমান চ্যাম্পিয়নদের খেলা মানেই পুরো গ্যালারিতে লাল জার্সি পড়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের সমর্থন দেয়া। আইপিএলে ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেস থাকলেও বাংলাদেশে সেটা না থাকার আক্ষেপ তামিমের। আইপিএলে একই ক্রিকেটার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলায় এমনটা হয় বলে মনে করেন বরিশালের অধিনায়ক। সেই সঙ্গে বরিশালে এমন সমর্থন পেয়ে নিজেদের ভাগ্যবান মানছেন তিনি।
সেই সঙ্গে বিপিএলে এমন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্যানবেস তৈরি করা গেলে টুর্নামেন্ট এগিয়ে যাবে বলে বিশ্বাস তাঁর। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা অসম্ভব ভাগ্যবান যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি যেখানেই যাই না কেন চিটাগং, সিলেট, ঢাকা সবসময় আমরা ভালো একটা দর্শক পাই। আপনি যদি দেখেন এখন পর্যন্ত ৬ টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের দর্শক এসেছে। এটা খুবই ভালো ব্যাপার।
তামিমের হাফ সেঞ্চুরিতে জয়ে চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের
১৬ জানুয়ারি ২৫‘আমি সবসময় বলি বিপিএলকে এগিয়ে নেয়ার জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেস থাকবে, আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেকটা ফ্যানবেস থাকবে। যেরকম আইপিএলের কথা হয় না একজন খেলোয়াড় একটা ফ্র্যাঞ্চাইজিতে ১০ বছর খেলতেছে। সুতরাং ওদের নিজেদেরও একটা ফ্যানবেস হয়।’
বিশ্বের বেশিরভাগ লিগে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি অনেক বছর ধরে খেলে। অথচ বাংলাদেশে প্রায় এক কিংবা দু’বছর পর পরই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন হয়। সবশেষ কয়েক বছরে ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিংবা দলের নাম পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। ঢাকা গ্লাডিয়েটর্স হিসেবে শুরু হলেও পরবর্তী ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, দুর্দান্ত ঢাকা, ঢাকা ডমিনেটর্সে দল খেলে গেছেন। এবার নতুন করে এসেছে ঢাকা ক্যাপিটালস। হাতে গোনা কয়েকটা দল বাদে বেশিরভাগেরই এমন অবস্থা।
তামিম মনে করেন, এ কারণেই বিপিএলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্যানবেস তৈরি হয় না। বরিশালের অধিনায়ক বলেন, ‘দুর্ভাগ্যক্রমে অতীতে আমাদের বিপিএলে হয়তবা দুই বছর এক রকম দল ছিল তারপর নিয়ম পরিবর্তন আবার পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটাকে যদি ধরে রাখা যায়। তাহলে ওই ফ্যানবেস তৈরি হবে। আপনি দেখছেন বরিশালের ফ্যানবেসটা খুবই স্ট্রং।’