পিএসএলে দল পাবেন, আগেই অনুমান করেছিলেন রিশাদ
ছবি: বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
ড্রাফটে থেকে লাহোর ডেকে নিয়েছে রিশাদকে। কদিন আগে বরিশালের সঙ্গে বিপিএল খেলায় রিশাদের পিএসএলে সুযোগ পাওয়াতে শাহীন আফ্রিদির বড় ভূমিকা থাকতে পারে। যদিও সেটা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাবেন সেটা আগেই অনুমান করেছিলেন রিশাদ। সবার প্রথম এজেন্টের কাছ থেকে দল পাওয়ার খবর পান তরুণ এই লেগ স্পিনার।
গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ
১০ ঘন্টা আগেপিএসএলে দল পাওয়ার পরদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল যে, পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম যে, আমাকে নেয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’
আইপিএলের নিলামের আগে রিশাদ জানিয়েছিলেন কোন কিছু নিয়ে আশা করেন না। তবে পিএসএলে দল পাওয়ায় খুশি হয়েছেন সেটা লুকিয়ে রাখেননি তরুণ এই লেগ স্পিনার। যদিও বিপিএলের বাইরে এখন কোন কিছু নিয়ে একেবারেই ভাবতে চান না। আপাতত বিপিএলে মনোযোগ দিয়ে পিএসএলের সময় সেটা নিয়ে কাজ করতে চান তিনি।
রিশাদ বলেন, ‘যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।’
পিএসএল খেলতে কাউন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন ভিন্স
১৫ জানুয়ারি ২৫বিপিএলে বরিশালের হয়ে খেলছেন তামিম ইকবালও। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়কত্বও করছেন সাবেক এই বাঁহাতি ওপেনার। পিএসএলে তিন মৌসুমে পেশাওয়ার জালমির হয়ে ১৭ ম্যাচ খেলছেন তিনি। পাকিস্তানের লিগে সবশেষ খেলেছেন অবশ্য লাহোরের জার্সিতে। সেবার তিন ম্যাচে ৮৩ রান করেছিলেন বাংলাদেশের এই ব্যাটার। এবার একই দলের হয়ে খেলতে যাচ্ছেন রিশাদ।
পিএসএলে দল পাওয়ায় তরুণ এই লেগ স্পিনারকে অভিনন্দন জানিয়েছেন তামিম। পাশাপাশি লাহোরের হয়ে এক মৌসুম খেলার অভিজ্ঞতা থাকায় ফ্র্যাঞ্চাইজি নিয়ে ধারণাও দিয়েছেন বরিশালের অধিনায়ক। তামিমের সঙ্গে আলাপ নিয়ে রিশাদ বলেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন যে, ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে।’ এটাই বলেছেন তামিম ভাই।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার পর থেকে কদর বেড়েছে রিশাদের। বিশ্বকাপের পরপরই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দলে পেয়েছিলেন তিনি। পরবর্তীতে জিম-আফ্রো টি-টেন লিগেও যাওয়ার কথা ছিল তাঁর। এমনকি চলমান বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের জার্সিতে খেলার কথা ছিল রিশাদের। তবে নানা জটিলতায় তিনটি লিগের একটিতেও খেলতে পারেননি তরুণ এই লেগ স্পিনার।
বিপিএলের ফাঁকে বিগ ব্যাশে যেতে পারলে ভালো হতো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতেছি না কোনটা আমার জন্য ভালো হতো বা আল্লাহ এটা লিখে রেখেছে যে যাইনি ভালো কিছু হবে সামনে আশা করি। এজন্য কোন কিছু নিয়ে চিন্তা করছি না গেলে কোনটা ভালো হতো বা না গেলে কোনটা ভালো হতো।’