‘মাঠ থেকে ধোনিও অবসর নেয়নি’ তামিমের বিদায়ে যা বললেন সতীর্থরা
ছবি: তামিমের বিদায়ে নিজেদের প্রক্রিয়া জানিয়েছেন মাহমুদউল্লাহ, ইমরুলরা
গাজী আশরাফের কয়েকদিনের মাঝে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা তামিম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধ্যায় শেষ। বাঁহাতি ওপেনারের বিদায়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও ইমরুল কায়েসের মতো এক সময়ের সতীর্থরা।
তোমার অবদান সবসময় মনে রাখা হবে: মাহমুদউল্লাহ
তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার অর্জন অনেক এবং বাংলাদেশ দলে অবদানও প্রচুর। আমার মনে হয়, বাংলাদেশ দলের হয়ে এটাই আমাদের শেষবার একসঙ্গে ব্যাট করার ছবি (পোস্টের ছবি)।
তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্যও শুভকামনা রইল। তোমার অবদান সব সময় মনে রাখা হবে।
তামিম বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ এক দূত: মুশফিক
তামিম, তোমার এই অবসরের সময়ে তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত, সেটি বলছি। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে আমাদের জুটিটি আমি সব সময় মনে রাখব, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলে।
এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসাটা বোঝা যায়। অবসর শুভ হোক, দোস্ত। মাঠে তোমাকে মিস করব। তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।
ড্রেসিং রুমে তামিমকে পেয়ে গর্বিত শান্ত
প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।
আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।
আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।
ভালো থাকবেন, তামিম ভাই।
ধোনিও মাঠ থেকে বিদায় নেয়নি: ইমরুল
মাঠ থেকে তো এমএস ধোনিও বিদায় নেয়নি। মাঠ থেকেই যে বিদায় নিতে হবে এমনটা না। সবার কপালেবা ভাগ্যে এটা হয় না। তামিম বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় নাম, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট তামিমকে মিস করবে। একটা সঠিক সময় থাকে সবার। সে তার সঠিক সময়টা বুঝতে পেরেছে সরে যাওয়ার। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।
তামিমকে আশরাফুলের স্যালুট
অধিনায়ক হিসেবে সে অবশ্যই দুই-তিনজন অধিনায়কের ভেতরে একজন। রেকর্ড যদি দেখি সে সবার উপরে হয়ত। তার এই সার্ভিসটাকে স্যালুট জানাতেই হবে। ১৭ বছরের ক্যারিয়ারে সে অসাধারণ পারফরম্যান্স করেছে।
তামিমকে মিস করবেন সৌম্য
নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানে শেষ নয়, এটা সুন্দর এক নতুন অধ্যায়ের শুরুও। সামনের অভিযাত্রা উপভোগের। অবসর শুভ হোক, ভাই। মাঠে আপনাকে মিস করব।
তামিমের বিদায় নাইমের কাছে যুগের অবসান
আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজের দক্ষতা, নিবেদন ও নেতৃত্বগুণ দিয়ে আপনি এই খেলায় অমোচনীয় ছাপ রেখে গেলেন। বড় সেঞ্চুরি কিংবা চাপের মুখে দারুণ সব পারফরম্যান্সের অবদান আপনাকে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের আইকন বানিয়েছে।
তামিম ভাই একজন লড়াকু যোদ্ধা: আমিনুল বিপ্লব
তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটের এক সত্যিকারের কিংবদন্তি, আজ খেলাটিকে বিদায় জানালেন। মাঠের ভেতরে এবং বাইরে তার অবদান চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। তিনি একজন অগ্রদূত, একজন লড়াকু যোদ্ধা এবং আমাদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।
খেলার বাইরেও, তার সৌজন্যতা আমার ব্যক্তিজীবনে গভীর প্রভাব ফেলেছে, এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। ধন্যবাদ তামিম ভাই, অসংখ্য স্মৃতি আর অনুপ্রেরণার জন্য। জীবনের এই নতুন অধ্যায়ে আপনার জন্য রইল অনেক শুভকামনা।
জাতীয় দলের প্রথম কলটা আপনার কাছ থেকেই পেয়েছিলাম: ইবাদত
তামিম ভাই আপনাকে মাঠের ক্রিকেটে অনেক মিস করবো। সবসময় স্নেহ আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আপনার অধিনায়কত্বেই এক দিনের ক্রিকেটে আমার অভিষেক হয়েছিলো আর প্রথম কলটা আপনার কাছ থেকেই পেয়েছিলাম। দেশের ক্রিকেটে আপনার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আপনার অবসর জীবন সুখের হোক।