
ইব্রাহিম ফিরলেও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই মুজিব
গত বছরের সেপ্টেম্বরে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন ইব্রাহিম জাদরান। চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারও করাতে হয়েছে ডানহাতি ওপেনারকে। ফলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। চোট কাটিয়ে কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে গেছেন তরুণ এই ব্যাটার।