উইলিয়ামসের সেঞ্চুরিতে সাড়ে তিনশ ছাড়িয়ে জিম্বাবুয়ে
ছবি: টেস্ট ক্যারিয়ারে শন উইলিয়ামসের পঞ্চম সেঞ্চুরি, জিম্বাবুয়ে ক্রিকেট
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে জিম্বাবুয়ে। একেবারে প্রথম দিনেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করছিলেন জয়লর্ড গাম্বি ও কারান। বিশেষ করে কারান দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন। তাদের দুজনের ৪৩ রানের ভাঙেন নাভিদ জাদরান। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে আফসার জাজাইকে ক্যাচ দিয়েছেন ৯ রান করা গাম্বি।
যদিও ইনিংসের তৃতীয় বলেই ফিরতে পারতেন ডানহাতি এই ওপেনার। তবে নাভিদের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি আফগান ফিল্ডার। গাম্বি ফিরলেও তাকুওয়ানাশে কাইতানোকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কারান। নিজের অভিষেক ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখাও। জাহির খানের ফুলটস ডেলিভারিতে অন সাইডে ঠেলে দিয়ে দুই রান নিয়ে মাত্র ৫৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন অভিষিক্ত কারান।
যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি এই ওপেনার। মোহাম্মদ গাজানফারের অফ স্টাম্পের বাইরের বলে সহজাত ডিফেন্স করেছিলেন কারান। তবে ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় ৭৪ বলে ৬৮ রান করা স্যাম কারান ও টম কারানের ভাইকে। তিনে নামা কাইতানোকে সঙ্গ দিতে থাকেন উইলিয়ামস। সাবধানী ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা দুজন।
টেস্ট মেজাজে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি কাইতানোর। ১১৫ বলে ৪৬ রানের ইনিংস খেলে জাহিরের বলে আউট হয়েছেন সেদিকউল্লাহ অটলের হাতে ক্যাচ দিয়ে। তাঁর বিদায়ে ভাঙে উইলিয়ামসের সঙ্গে ৭৮ রানের জুটি। পাঁচে নামা ডিওন মেয়ার্সকে নিজের হাতে ক্যাচ বানিয়ে ২৭ রানে ফিরিয়েছেন গাজানফার। ২২০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন উইলিয়ামস ও আরভিন। ৫৮ বলে হাফ সেঞ্চুরি করা উইলিয়ামস দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে।
তিন বছর ও এক ম্যাচ পর সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। নিজের খেলা সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই সেঞ্চুরি করেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন পঞ্চাশ করেছেন ৮০ বলে। যদিও দিনের শেষ বেলায় নাভিদের বলে ফিরতে পারতেন আরভিন। তবে ক্যাচ লুফে নিতে না পারায় ৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। আরেক ব্যাটার উইলিয়ামস অপরাজিত ১৪৫ রানে। তাদের দুজনের জুটি অবিচ্ছিন্ন আছে ১৪৩ রানে।