রহমতের ২৩৪, ডাবল সেঞ্চুরির অপেক্ষায় শহীদি
ছবি: রহমত শাহ (বামে), হাশমতউল্লাহ শহীদি (ডানে), জিম্বাবুয়ে ক্রিকেট
এ দিন অবশ্য কেবল প্রথম সেশনেই ঠিকঠাক খেলা হয়েছে। এরপর বৃষ্টির কারণে চতুর্থ দিনের বাকি দুই সেশন আর খেলা হয়নি। বৃষ্টির রাজত্বের দিনে আফগানিস্তান স্পর্শ করল পাঁচশ রান। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার পাঁচশ করল দলটি।
উইলিয়ামসের পর আরভিন-বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস
২৮ ডিসেম্বর ২৪এর আগে ২০২১ সালে আবুধাবিতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল আফগানরা। আগের দিনই সেঞ্চুরি করেছিলেন হাশমতউল্লাহ শহীদি। ১৪১ রানে ব্যাটিংয়ে থেকে অপেক্ষা করছিলেন দেড়শ স্পর্শ করার।
তার সঙ্গে রহমত শাহ ছিলেন ২৩১ রানে। আড়াইশ রান স্পর্শ করার অপেক্ষায় ছিলেন এই ব্যাটারও। তবে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছাতে পারেননি রহমত। তার রেকর্ড গড়া ইনিংসটি থামে ২৩৪ রানে।
৪২৪ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও ২৩টি চারের মার। আফগানদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেলার পথে বাউন্ডারি থেকেই রেকর্ড ১১০ রান করেন রহমত। দিন শুরুর দ্বিতীয় ওভারেই তার উইকেট হারায় আফগানরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবিকে চিঠি
৭ জানুয়ারি ২৫নিউম্যান নিয়ামহুরির লেংথ ডেলিভারিতে গালি অঞ্চলে বেন কারানকে ক্যাচ দিয়ে ফিরে যান রহমত। এই দুজনের জুটিতে আসে রেকর্ড ৩৬৪ রান। শহীদি দেড়শ স্পর্শ করেন ২৯৭ বলে। রহমত ফেরার পর আফসার জাজাইয়ের সঙ্গে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।
১৮টি চারে ১৭৯ রান নিয়ে অপরাজিত আছেন আফগানিস্তান অধিনায়ক। এ ছাড়া একটি ছক্কা ও তিনটি চারে ৮৭ বলে ৪৬ রান নিয়ে খেলছেন আফসার। প্রথম সেশন বিরতির পর দুই ওভার খেলা হতেই নামে বৃষ্টি। লম্বা সময় অপেক্ষার পর দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।