
ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না: মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল সফরকারীরা। তিন ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল সফরকারীরা। তিন ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
অবশেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। পুরো সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজ হারের পর সরাসরি ব্যাটারদের দুষলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের অধিনায়কের উপলদ্ধি ব্যাট হাতে দায়িত্ব নেননি দলের ব্যাটাররা।
সিরিজে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। তৃতীয় ওয়ানডেতে হাশমতউল্লাহ শহীদির দল জিতেছে ২০০ রানের বড় ব্যবধানে। এ দিন ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সাইফ হাসানের ৪৩ রানের ইনিংসটি ছাড়া আর কিছুই ছিল না উল্লেখ করার মতো। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন তিন উইকেট। বিলাল সামি নেন পাঁচ উইকেট। সাইফ হাসান ছাড়া বাংলাদেশের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।
নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তবে তার অধীনে বাংলাদেশ দলের পারফরম্যান্স তলানিতে। টানা দুটি সিরিজে হেরেছে বাংলাদেশ দল। আর তাতেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সরাসরি খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শনিবার এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন রহমত শাহ। তবে ৯ উইকেট পতনের পর আবারও ব্যাট হাতে নামেন তিনি। তবে মাত্র একটি বল খেলেই ব্যথায় নুইয়ে পড়েন রহমত। এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করলে মুশতাক আহমেদ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ব্যাটারদের আরো বেশি ধৈর্য রেখে ভালো টেম্পারামেন্টে খেলার পরামর্শ দিয়েছেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। তবে এমন সহজ লক্ষ্য কঠিন করে হারল বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হয়েছে টাইগাররদের। ৫ উইকেট নিয়ে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন রশিদ খান। কথায় আছে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে অবশিষ্ট দুই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই তাদের। এমন অবস্থায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাইম শেখ। বাংলাদেশ ছাড়ার আগেই দলকে লড়াইয়ের বার্তা দিয়েছেন এই ওপেনার।
২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে নিজেদের জায়গা নিশ্চিত করতে সেই সবছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশ দলকে। চলতি বছর আর আফগানিস্তান সিরিজসহ দুটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এরপর ভিসা জটিলতায় পড়েন ওয়ানডে দলে থাকা নাইম শেখ।
দারুণ ছন্দে আছেন সাইফ হাসান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে রান করেছেন ডানহাতি এই ব্যাটার। সব মিলিয়ে এশিয়া কাপটি বাংলাদেশ দলের ভালো না গেলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ। এশিয়া কাপ শেষে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হিসেবে সাইফের নাম বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্সও।