তার সেবা শুশ্রূষার জন্য মাঠে ছুটে আসেন আফগানিস্তান দলের ফিজিও নির্মলন থানাবালাসিংগম। তার সাহায্য নিয়েও দাঁড়াতে পারছিলেন না রহমত। এরপর তার হুইলচেয়ারে মাঠের বাইরে যেতে হয় তাকে। রহমত শেষদিকে আবার যখন মাঠে নামেন দর্শকরা তাকে করতালিতে স্বাগত জানান।
যদিও বেশিক্ষণ থাকতে পারেননি মাঠে। বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনের এক গুগলি তার পেটে লাগে, আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এবার জানা গেছে পেশির চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাও দেখা যেতে পারে রহমতকে।
ম্যাচ শেষে দলটির ফিজিও ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে চোটে আক্রান্ত হয়েছে, তাই এখন সে বাইরে রয়েছে। আমরা আগামীকাল প্রয়োজনীয় স্ক্যান ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করব। আমার মনে হয়, সে কিছুদিনের জন্য বাইরে থাকবে।’
এই ম্যাচে বাংলাদশকে ৮১ রানে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। ফলে সিরিজের শেষ ম্যাচটি আফগানদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারে আফগানিস্তান। তবে তার ইনজুরি খুব বেশি গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।
সম্প্রতি রহমত আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সিরিজের প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ১২ বলে ৯ রান। দুই দলের সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ অক্টোবর।