বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশ ৪০-৫০ রানের মতো কম করেছে বলে দাবি হৃদয়ের। রানটা আরেকটু বেশি হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলে ধারণা তার। এদিন বাংলাদেশের সংগ্রহ দুশ পার করতে বড় ভূমিকা রেখেছেন হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তারা দুজনে তৃতীয় উইকেটে ১৪১ বলে ১০১ রান যোগ করেন। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল হৃদয় ও সাইফ হাসানের। তারা ৪০ বলে যোগ করেন ২৮। ম্যাচ শেষে হৃদয় জানিয়েছেন উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। উল্টো বোলাররাই বাড়তি সুবিধা পাচ্ছিলেন। তবে নিজ দলের বোলারদের কোনো দায় দেখছেন না তিনি।
হৃদয় বলেন, 'আমার কাছে মনে হয় আমরা ৪০-৫০ রানের মতো শর্ট ছিলাম। যদি এই জায়গায় আমরা...করতে পারতাম তাহলে খেলার সিনারিওটা আলাদা হতো। এত সহজ উইকেট ছিল না। উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা ছিল। বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে। ব্যাটিং দৃষ্টিকোণ থেকে আমরা ৫০ রান কম করেছি।'
আপাতত সিরিজের পরবর্তী ম্যাচেই চোখ বাংলাদেশের। প্রথম ম্যাচে হারলেও সিরিজ জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। তবে সেক্ষেত্রে শেষ দুই ওয়ানডেতে ভালো ক্রিকেট উপহার দিতে হবে বাংলাদেশকে। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের এমনটাই জানিয়েছেন হৃদয়।
হৃদয় বলেন, 'আপনি ভবিষ্যতের কথা কীভাবে বলবেন। ভবিষ্যত ভবিষ্যতের জায়গায় থাকুক। আমরা আমাদের সামনে যে ম্যাচটা আছে ওই ম্যাচে আমি ফোকাস করতে চাচ্ছি। যদি ওই ম্যাচটাতে আমরা ভালো কিছু করতে পারি... ইউ নেভার নো সামনে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ আমরা জিততে পারি।'