
ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা
ব্যস্ত সূচি অপেক্ষা করছে জিম্বাবুয়ের। কদিন পরেই তারা মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
ব্যস্ত সূচি অপেক্ষা করছে জিম্বাবুয়ের। কদিন পরেই তারা মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
সবশেষ শ্রীলঙ্কা সফর থেকে একদিনের ম্যাচের সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মে মাসের পর থেকেই মাঠের ক্রিকেটে নেই জাওয়াদ আবরার-আজিজুল হাকিম তামিমরা। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা। যেখানে জিম্বাবুয়ের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
এশিয়া কাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। দ্বিপাক্ষিকের পরিবর্তে আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।
চলতি বছরের শুরুতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছিলেন ম্যাট হেনরি। প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে পাওয়া চোটে ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে পারেননি ডানহাতি এই পেসার। চোটের কারণে সেই সময় থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন হেনরি। তবে চলতি মাসে সমারসেটের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছরের শিরোপা-খরা কাটিয়েছে সাউথ আফ্রিকা। ১৩৬ রানের বীরোচিত ইনিংস খেলে ফাইনালের নায়ক ছিলেন এইডেন মার্করাম। তবে ডানহাতি ব্যাটারকে বিশ্রাম দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও বিশ্রাম দেয়া হয়েছে মার্করামকে।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। যদিও ফিরতি ম্যাচে ঠিকই ভারতকে হারিয়ে দিয়ে বদলা নেয় লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে স্মৃতি মান্ধানা-হারমান প্রীত কৌরদের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা।
টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও রোমাঞ্চকর বানাতেই যুক্ত হয়েছিল সুপার ওভারের নিয়ম। নির্ধারিত ওভারে দুই দলের রান সমান হলেই হবে সুপার ওভার। ফলে এই এক ওভারের খেলায় নাটকীয় কিছু ঘটবে, এমন কিছু দেখার অপেক্ষাই থাকেন ভক্ত-সমর্থক। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে, যা একটি বেশিই নাটকীয়।
একটা সময় ত্রিদেশীয় সিরিজ নিয়মিত হলেও অনেকটা হারিয়ে যেতে বসেছিল তিন দলের ৫০ ওভারের সিরিজটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৬ বছর পর ত্রিদেশীয় সিরিজ ফেরায় পাকিস্তান। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটা জানিয়েছেন, পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামি উল হক।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ছিলেন গ্লেন ফিলিপস। সাউথ আফ্রিকার বিপক্ষে কিউইদের জয় এনে দিয়েছিলেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। সাউথ আফ্রিকা ও পাকিস্তানকে হারিয়ে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে নিউজিল্যান্ড। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারানো পাকিস্তান।
দারুণ ছন্দে থাকা সাইম আইয়ুব চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওপেন করবেন সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। বাঁহাতি ওপেনারের সঙ্গে ইনিংসের শুরুটা কে করবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অথচ সাউথ আফ্রিকা সফরের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নেই তিনি। সাইমের চোটে নতুন করে প্রশ্ন জাগে ফখর জামানের সঙ্গে প্রতিপক্ষকে চাপে ফেলার কাজট কে করবেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার- শাহীন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান ঘুলাম। মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদের ভিন্ন ভিন্ন মাত্রায় জরিমানা করা হয়েছে।
জিতলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট, আর হারলে বাদ! সাউথ আফ্রিকার বিপক্ষে এ রকম সমীকরণই ছিল পাকিস্তানের। আর এমন ম্যাচেই রেকর্ড ৩৫২ রান তাড়া করে জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। ম্যাচ শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি রিজওয়ান।