promotional_ad

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান
একটা সময় ত্রিদেশীয় সিরিজ নিয়মিত হলেও অনেকটা হারিয়ে যেতে বসেছিল তিন দলের ৫০ ওভারের সিরিজটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৬ বছর পর ত্রিদেশীয় সিরিজ ফেরায় পাকিস্তান। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটা জানিয়েছেন, পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামি উল হক।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসির ভবিষ্যত সূচির অংশ হিসেবে আগামী মে মাসের শেষের দিকে পাকিস্তানের মাটিতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের পরের সিরিজটিও হতে পারে পাকিস্তানের সঙ্গেই। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পিসিবি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ফারুক আহমেদ।


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

৫২ মিনিট আগে
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে ভবিষ্যত সূচির বাইরে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসতে রাজী হয়েছে পাকিস্তান। সেই সফরে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডের পাশাপাশি সমানসংখ্যক টি-টোয়েন্টিও খেলবেন মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা। তবে দ্বিপাক্ষিক সিরিজের বাইরে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনাও করছে তারা। দুই বোর্ডের সম্মতির পাশাপাশি তৃতীয় প্রতিপক্ষ খুঁজে পেলেই সেটা আয়োজনের কথা ভাবছে পাকিস্তান। 


এ প্রসঙ্গে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামি বলেন, ‘কাজের দিক থেকে পিসিবি এবং বিসিবির সম্পর্কটা দারুণ। এটা নতুন কিছু নয়, লম্বা সময় ধরেই আমাদের মধ্যে সম্পর্ক আছে। আশা করি সামনের দিনে সম্পর্কটা আরও ভালো হবে। আশা করি বাংলাদেশ দ্রুতই বাংলাদেশ সফরে আসবে এবং পাকিস্তানও বাংলাদেশ সফরে যাবে। দ্বিপাক্ষিক সিরিজ চলতেই থাকবে। এবং যখনই আমরা সুযোগ পাব বোর্ডের সম্মতিতে আমরা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করব।’



promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএ) মানেই পাকিস্তানের ক্রিকেটার আধিপত্য। বিপিএলের জন্মলগ্ন থেকেই নিয়মিত খেলে গেছেন পাকিস্তানের তারকারা। সাম্প্রতিক সময়ে শাহীন শাহ আফ্রিদি, বাবর, রিজওয়ানরাও খেলে গেছেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খুব বেশি বাংলাদেশের ক্রিকেটারদের দেখা যায়। তবে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের সেখানে খেলার অভিজ্ঞতা আছে। 


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

১৮ মিনিট আগে
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

পিএসএলের আগামী আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে। করাচি কিংসের হয়ে লিটন দাস, লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশাওয়ার জালমির হয়ে খেলবেন পেসার নাহিদ রানা। বাংলাদেশের তরুণ পেসারকে পিএসএলে দেখতে পাকিস্তানের মানুষ মুখিয়ে আছে বলে জানান সামি। পাশাপাশি পিএসএলে বাংলাদেশিদের জনপ্রিয়তার কথাও তুলে ধরেছেন তিনি।


সামি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএলে বেশ জনপ্রিয়। রানা দল পেয়েছে এবং অনেক মানুষ তাকে দেখার জন্য মুখিয়ে আছে। সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা এখানে খেলে গেছে। অনেক বাংলাদেশি ক্রিকেটার এখানে পারফর্মও করেছে। আশা করছি আরও সুযোগ আসবে, যেমনটা আমাদের ক্রিকেটাররা বিপিএলে খেলে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball