promotional_ad

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

শিরোপা জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারল নিউজিল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ছিলেন গ্লেন ফিলিপস। সাউথ আফ্রিকার বিপক্ষে কিউইদের জয় এনে দিয়েছিলেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। সাউথ আফ্রিকা ও পাকিস্তানকে হারিয়ে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে নিউজিল্যান্ড। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারানো পাকিস্তান।

promotional_ad

আগের ম্যাচে সাড়ে তিনশ পেরিয়ে জয় পাওয়া পাকিস্তান যেন নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারলেন না। উইলিয়াম ও’রুর্কি, মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলদের দাপুটে ব্যাটিংয়ে পাকিস্তানের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। প্রথম দুই ম্যাচে ফিলিপস, কনওয়ে এবং উইলিয়ামসন জয়ের নায়ক হলেও ফাইনালে অবদান রাখলেন সবাই মিলে। ২৪৩ রানের লক্ষ্য তাড়ায় ড্যারিল মিচেল, টম লাথামদের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের সহজ জয়ই পেয়েছে নিউজিল্যান্ড।


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৩ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

টানা তিন জয়ে অপরাজিত থেকে ৬ বছর পর ফেরা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চ্যাম্পিয়ন হয়েছেন স্যান্টনার, উইলিয়ামসনরা। শিরোপা জয়ে পাকিস্তান ও দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিউইদের প্রস্তুতিটাও হলো একশতে একশ। উল্টো চিত্র অবশ্য স্বাগতিকদের ক্ষেত্রে। ঘরের মাঠে সিরিজ হলেও সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া রিজওয়ানরা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে দুই দেখাতেই।


করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে জয়ের জন্য ২৪৩ রানের লক্ষ্য তাড়ায় শাহীন আফ্রিদিকে চার মেরে শুরু করেছিলেন উইল ইয়াং। যদিও ডানহাতি ওপেনার টিকতে পারেননি বেশিক্ষণ। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম শাহর দ্বিতীয় বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন ৫ রান করা ইয়াং। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি কিউই ওপেনারের। দ্বিতীয় উইকেটে অবশ্য দারুণ জুটি গড়েন কনওয়ে এবং উইলিয়ামসন। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তোলে নিউজিল্যান্ড। 



promotional_ad

আগের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা উইলিয়ামসন এদিন দ্রুতই ফিরেছেন। সালমানের স্লোয়ার ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ডানহাতি ব্যাটারকে ফিরতে হয় ৩৪ রানে। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন কনওয়ে। নাসিমের অফ স্টাম্পের বাইরের বলে হুক করতে গিয়ে আবরার আহমেদকে ক্যাচ দিয়েছেন। আগের ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরা কনওয়ে এবার হাফ সেঞ্চুরি মিস করেছেন।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

২ ঘন্টা আগে
আইসিসি

৪৮ রানের ইনিংস খেলা কনওয়ে আউট হওয়ার পর মিচেল ও লাথাম মিলে জুটি গড়ে তোলেন। তাদের দুজনই হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৫৭ রান করা মিচেলকে আবরার এবং ৫৬ রানের ইনিংস খেলা লাথামের উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি। শেষ দিকে ফিলিপস ও ব্রেসওয়েল মিলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। পাকিস্তানের হয়ে নাসিম দুটি এবং শাহীন আফ্রিদি, আবরার ও সালমান একটি করে উইকেট নিয়েছেন। 


এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৪২ রানে অল আউট হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রিজওয়ান। এ ছাড়া সালমান ৪৫, তৈয়্যব তাহির ৩৮, বাবর ২৯ এবং নাসিম ১৯ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন ও’রুর্কি। এ ছাড়া ব্রেসওয়েল ও স্যান্টনার দুটি করে উইকেট শিকার করেছেন। নাথান স্মিথ ও জ্যাকব ডাফি পেয়েছেন একটি করে উইকেট।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball