promotional_ad

‘কিং’ ডাকায় আপত্তি বাবরের

ব্যাটিং শ্যাডো করছেন বাবর আজম, ফাইল ছবি
দারুণ ছন্দে থাকা সাইম আইয়ুব চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওপেন করবেন সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। বাঁহাতি ওপেনারের সঙ্গে ইনিংসের শুরুটা কে করবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অথচ সাউথ আফ্রিকা সফরের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নেই তিনি। সাইমের চোটে নতুন করে প্রশ্ন জাগে ফখর জামানের সঙ্গে প্রতিপক্ষকে চাপে ফেলার কাজট কে করবেন।

promotional_ad

স্কোয়াডে ফখর ছাড়া বিশেষজ্ঞ কোন ওপেনার না থাকায় প্রশ্নটাও ছিল যৌক্তিকই। এমন প্রশ্নের উত্তরে পিসিবির নির্বাচক কমিটির সদস্য আসাদ শফিক জানিয়েছিলেন, ফখরের সঙ্গে ওপেন করতে পারেন বাবর আজম অথবা সাউদ সাকিল। ত্রিদেশীয় সিরিজের আগে মোহাম্মদ রিজওয়ানও এমন প্রশ্নের মুখে পড়েছিলেন। পাকিস্তানের অধিনায়ক সেই সময় বলেছিলেন, ‘কিং কারলেগা।’ অর্থাৎ কিং বা রাজা করে নেবে। 


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

রিজওয়ান যে বাবরকে ইঙ্গিত করে এমনটা বলছিলেন সেটা অবশ্য বুঝতে বাকি থাকার কথা নয়। বাইশ গজে দাপট দেখানো বাবরকে ‘কিং’ বলে সম্বোধন করে থাকেন তার ভক্তরা। সতীর্থরাও আজকাল তাকে এমন নামেই ডাকেন। যদিও এখনই নিজেকে কিং মনে করেন না তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে এ প্রসঙ্গে বাবর বলেন, ‘‘দয়া করে আমাকে কিং ডাকবেন না। আমি রাজা নই। আমি এখনো সে স্তরে পৌঁছাইনি।’



promotional_ad

পিসিবির দেয়া তথ্য মতো ত্রিদেশীয় সিরিজে ওপেনিং করেছেন বাবর। প্রায় ৯ বছর পর ওপেনিংয়ে ফিরতে দেখা যায় তাকে। সবশেষ ২০১৫ সালে ওপেনিং করেছিলেন বাবর। নতুন পজিশন নিয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘ওপেনিংটা আমার জন্য খানিকটা নতুন ভূমিকা। দলের চাহিদা অনুযায়ী আমি প্রত্যাশা মেটানোর চেষ্টা করছি।’


আরো পড়ুন

আরো আগেই খেলা শেষ করতে না পারায় হতাশ শ্রেয়াস

৫ ঘন্টা আগে
৫৬ রানের ইনিংস খেলার পথে শ্রেয়াস আইয়ার , ফাইল ফটো

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে সাউথ আফ্রিকার বিপক্ষে জিততেই হতো পাকিস্তানকে। এমন ম্যাচে বাবর ও ফখর ভালো শুরু করলেও সেটা ধরে রাখতে পারেননি। পরবর্তীতে রিজওয়ান ও সালমান আলী আঘার সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতে নেয় তারা। তাদের দুজনের এমন ব্যাটিংয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।



নিজে ভালো করতে না পারলেও রিজওয়ান ও সালমানের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন বাবর। তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমি ইনিংসটা শেষ করতে পারিনি। কিন্তু রিজওয়ান ও সালমান আজকে দারুণ খেলেছে। এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়াবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball