ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা
ছবি: বিসিবি

২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের যুবারা। আজিজুল তামিমদের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে, ২৬ জুলাই একই মাঠে। দুই ম্যাচ হওয়ার পর পুরো সিরিজটি সরিয়ে নেয়া হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
তামিমের আক্ষেপের পর বৃষ্টি, বাংলাদেশের সিরিজ জয়
৮ মে ২৫
একদিনের বিরতিতে দিয়ে বাংলাদেশের যুবারা পরের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, ২৮ জুলাই। রাউন্ড রবিন পদ্ধতিতে হতে যাওয়া সিরিজে জিম্বাবুয় ও সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে সাউথ আফ্রিকার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে ৩১ জুলাই।

প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
৭ ঘন্টা আগে
ত্রিদেশীয় একদিনের সিরিজে বাংলাদেশের পরের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১ আগষ্ট ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ৬ আগষ্ট সাউথ আফ্রিকার সঙ্গে তৃতীয়বার দেখা হবে টাইগার যুবাদের। গ্রুপ পর্বের ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে জাওয়াদ-আজিজুলরা খেলবে ৮ আগষ্ট। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুই দেশ ফাইনাল খেলবে ১০ আগষ্ট, একই মাঠে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি—
তারিখ | ম্যাচ | ভেন্যু | |
২৫ জুলাই | জিম্বাবুয়ে—সাউথ আফ্রিকা | সানরাইজ স্পোর্টস ক্লাব | |
২৬ জুলাই | সাউথ আফ্রিকা—বাংলাদেশ | সানরাইজ স্পোর্টস ক্লাব | |
২৮ জুলাই | জিম্বাবুয়ে—বাংলাদেশ | হারারে স্পোর্টস ক্লাব | |
২৯ জুলাই | জিম্বাবুয়ে—সাউথ আফ্রিকা | হারারে স্পোর্টস ক্লাব | |
৩১ জুলাই | বাংলাদেশ — সাউথ আফ্রিকা | হারারে স্পোর্টস ক্লাব | |
১ আগস্ট | জিম্বাবুয়ে— বাংলাদেশ | হারারে স্পোর্টস ক্লাব | |
৪ আগস্ট | জিম্বাবুয়ে—সাউথ আফ্রিকা | হারারে স্পোর্টস ক্লাব | |
৬ আগস্ট | সাউথ আফ্রিকা—বাংলাদেশ | হারারে স্পোর্টস ক্লাব | |
৮ আগস্ট | জিম্বাবুয়ে—বাংলাদেশ | হারারে স্পোর্টস ক্লাব | |
১০ আগস্ট | ফাইনাল | হারারে স্পোর্টস ক্লাব |