promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফ্রিদিসহ ৩ পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শাহীন আফ্রিদিসহ ৩ পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তি, ফাইল ফটো
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার- শাহীন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান ঘুলাম। মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদের ভিন্ন ভিন্ন মাত্রায় জরিমানা করা হয়েছে।

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে আচরণবিধি ভাঙেন আফ্রিদি, শাকিল এবং কামরান। এই কারণে আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ এবং শাকিল ও কামরানকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।


আরো পড়ুন

পিএসএলে দল পাবেন, আগেই অনুমান করেছিলেন রিশাদ

১৪ জানুয়ারি ২৫
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

শুধু তাই নয়, একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তাদের প্রত্যেকেরই নামের পাশে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আইসিসি। ম্যাচ শেষে প্রত্যেকেই তাদের অপরাধের কথা স্বীকার করেছেন, যার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।



promotional_ad

ম্যাচের ২৮তম ওভারের ঘটনা। সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় দেন প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিজকে। ইচ্ছাকৃতভাবে তখন সাউথ আফ্রিকার এই ব্যাটারকে বাধা দেন বোলার আফ্রিদি। এতে দুইজনের শরীরে ধাক্কা লাগলে তারা পরস্পরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৮ ঘন্টা আগে
আইসিসি

এরপরের ওভারেই শাকিল ও কামরান আচরণবিধি লঙ্ঘন করেন। টেম্বা বাভুমাকে রানআউট করার পর তার অনেক কাছে গিয়ে বুনো উল্লাসে মাতেন শাকিল ও বদলি ফিল্ডার কামরান। তাদের সেখান থেকে সরিয়ে নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।



এই ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড গড়ে পাকিস্তান। সাউথ আফ্রিকার দেয়া ৩৫৩ রানের লক্ষ্য রিজওয়ান এবং সালমানের সেঞ্চুরি এবং রেকর্ডগড়া জুটিতে ছয় উইকেটে জিতে যায় পাকিস্তান। ফলে আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball