পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
আফগান সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, পাক্তিকা প্রদেশের উর্গুন জেলায় ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন তিনজন ক্রিকেটার, যারা শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।
আফগান বোর্ড এক বিবৃতিতে জানায়, শহীদদের প্রতি সম্মান জানিয়ে তারা পাকিস্তানের কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। জাতীয় দলের অধিনায়ক রশিদ খান এই সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, ফজলহাক ফারুকিসহ জাতীয় দলের আরও অনেকেই এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
পিসিবি আফগানিস্তানের সরে দাঁড়ানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানায়, আফগান বোর্ড তাদের জানিয়ে দিয়েছে যে তারা অংশ নিতে পারবে না। তবে সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনেননি আয়োজকরা।
ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর, পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। আয়োজক শহর রাওয়ালপিন্ডি। সিরিজের তৃতীয় দল শ্রীলঙ্কা। রাউন্ডরবিন পদ্ধতিতে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুইবার করে খেলবে। গ্রুপ পর্বের পর ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।