‘ব্যাকআপ ক্রিকেটার নেই, ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে’
বাংলাদেশি জাকির হাসান, জাকের আলী অনিকের সঙ্গে স্কটল্যান্ডের জর্জ মানজি! সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড কিংবা একাদশ সবখানেই যেন উইকেটকিপারের ছড়াছড়ি। অথচ কয়েকটি ম্যাচে সিলেটের হয়ে কিপিং করেছেন অনিয়মিত উইকেটকিপার রনি তালুকদার। দলে তিনজন বিশেষজ্ঞ উইকেটকিপার থাকার পরও রনির হাতে গ্লাভস তুলে দেয়ায় সিলেটকে নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অধিনায়ক আরিফুল হক অবশ্য জানালেন, তাদের সবার চোটের কারণে বাধ্য হয়েই রনিকে দিয়ে কিপিং করাতে হচ্ছে সিলেটকে।