গত ৫ নভেম্বরের বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে গভর্নিং কাউন্সিল। ওই সময় সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছিলেন ১৭ নভেম্বরে হতে পারে বিপিএল নিলাম। যদিও কিছুদিন পর সেটা বদলে ফেলা হয়। ২১ নভেম্বর হওয়ার গুঞ্জন শোনা গেলেও বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের আগামী আসরের নিলাম।
এদিকে বিপিএলে অংশ নিতে পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো দলগুলোকে। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলেও এখনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দেয়নি বলে জানা গেছে। পরবর্তীতে সময় বাড়িয়ে ১৮ নভেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ দেয় গভর্নিং কাউন্সিল।
যদিও সেই শর্ত পূরণ করতে পারেনি দু-একটা ফ্র্যাঞ্চাইজি। গুঞ্জন আছে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তনও হতে পারে। নিলাম হতে এখনো বাকি ৪ দিন। এত অল্প সময় নতুন দল এনে গুছিয়ে নিলাম করা কঠিন বলে মনে করেন গভর্নিং কাউন্সিলের একটি অংশ। যার ফলে সবার সঙ্গে আলোচনা করে নিলামের দিনক্ষণ পরিবর্তন করেছে তারা।
নতুন সূচিতে আগামী ৩০ নভেম্বর হবে বিপিএল। যেখানে অংশ নেয়ার কথা রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।
সরাসরি চুক্তিতে ঢাকায় তাসকিন আহমেদ-সাইফ হাসান, রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিম, সিলেটে নাসুম আহমেদ-মেহেদী হাসান মিরাজ, রংপুরে নুরুল হাসান সোহান-মুস্তাফিজুর রহমান এবং চট্টগ্রাম রয়্যালসে খেলার কথা রয়েছে তানভির ইসলাম ও শেখ মেহেদীর। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।