২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। পরবর্তীতে রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৮২ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারসেরা মৌসুমে পার করেছেন রেঞ্জার্সের জার্সিতে। সেবার ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।
গত কয়েক আসরে অবশ্য প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি তিনি। ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজের পাশাপাশি রংপুরের হয়ে খেলতে দেখা যাবে নুরুল হাসান সোহানকেও। সবশেষ কয়েক বছরেই দলটির হয়ে খেলেছেন তিনি। এমনকি রংপুরকে নেতৃত্বও দিয়েছেন। গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) শিরোপা জিতেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।
বিপিএলে এখনো রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন সোহান। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের আগামী আসরেও রংপুরের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। দেশি দুই ক্রিকেটারের পাশাপাশি কাইল মেয়ার্স, খাওয়াজা নাফে, ডেভিড মালানের মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুরের বাইরে দেশি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা। এ ছাড়া সিলেট টাইটান্সের হয়ে মেহেদী হাসান মিরাজ-নাসুম আহমেদ, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমকে খেলতে দেখা যাবে। বিপিএলকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।