২০২৬ বিপিএলে নেই আইএমজি

বিপিএল
২০২৬ বিপিএলে নেই আইএমজি
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক কমাতে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজির সঙ্গে চুক্তি করার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত সেপ্টেম্বরে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো তাদের সঙ্গে চুক্তির কাজ সারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।

আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করবে তারা। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু। বিপিএলের ১৩তম আসরে থেকে পুরোদমে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করবে আইএমজি। তবে গুঞ্জন ছিল তাদের সঙ্গে খণ্ডকালীন একটা চুক্তিও করতে পারে বিসিবি। যার অংশ হিসেবে আগামী বিপিএলেও কাজ করবে তারা।

যদিও শেষ পর্যন্ত সেই খণ্ডকালীন চুক্তিটা হচ্ছে না। ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে কাজ করছে না ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তবে মিঠু জানিয়েছেন, কিছুটা সহায়তা করছে না। মূলত কাজটা অনেকটা নিজেরা গুছিয়ে নেয়ায় বাড়তি টাকা খরচ করতে চায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল। মিঠু নিশ্চিত করেছেন, ১৩তম বিপিএল থেকে কাজ করবে আইএমজি।

এ প্রসঙ্গে বিপিএলের সদস্য সচিব বলেন, ‘এত অল্প সময়ে আমরা আনতে পারি। ওদের সাথে তো আমাদের তিন বছরের চুক্তি। কিছুদিনের মধ্যে চুক্তিটা স্বাক্ষর হয়ে যাচ্ছে। আমরা মনে করছি আইএমজিকে আনতে আমাদের যে টাকা খরচ হবে...টাইম ধরার জন্য আইএমজির অনেক কাজ আমরা করে ফেলেছি। আইএমজি এমনিতে আমাদের সহায়তা করছে। তবে তাদের চুক্তি শুরু হবে ১৩তম বিপিএল থেকে।’

বিসিবি দরপত্র আহ্বান করলে প্রথমে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে। তবে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজে গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্ট গ্রুপকে পেছনে ফেলে বিপিএলের দায়িত্ব নিয়েছে আইএমজি। এদিকে আগামী বিপিএলের জন্য সবকিছু গুছিয়ে নেয়ার চেষ্টা করছে বিসিবি। শুরুতে পাঁচ দলের কথা বললেও শেষ পর্যন্ত ৬ দল নিয়ে হতে যাচ্ছে টুর্নামেন্টটি।

বিপিএলের আগামী আসরে খেলতে দেখা যাবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেসকে। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি ব্যাংক গ্যারান্টি না দিতে পারে কিংবা বিপিএল চলাকালীন কোনো ধরনের সমস্যা তৈরি করে তাহলে তাদের মালিকানা নেবে বিসিবি। এর আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল নিলাম।

আরো পড়ুন: বিপিএল