উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম
হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
দুর্নীতির অভিযোগের তদন্তের পর নাসির হোসেনকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সঙ্গে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা পান তিনি। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এবার ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হোসেন শান্ত সরে যাওয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস। তবে ব্যাট হাতে ছন্দে না থাকায় ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে নিয়ে সংশয়ও আছে বেশ খানিকটা। অধিনায়ক হওয়ার ভাবনায় থাকলেও খালেদ মাহমুদ সুজন মনে করেন, লিটনকে আগে ফর্মে ফিরতে হবে।
গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল দুপুরের পর বাসায় ফিরেন তিনি। বাসায় ফিরে হার্ট অ্যাটাকের সময় থেকে সুস্থ হওয়া পর্যন্ত পুরো সময়টায় যতজন মানুষের অবদান আছে, সবার প্রতি ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে কেপিজে হাসপাতালের প্রতি এবং মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিমের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ দুপুরের পর বাসায় ফিরেছেন তিনি।
গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন । দুই-তিন দিন পর ঘরে ফিরবেন তিনি।
গতকাল সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন তামিমের বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় ফিল সিমন্সকে। প্রাথমিকভাবে তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে মার্চের শুরুর দিকে। তবে এই ক্যারিবিয়ান কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হার্ট অ্যাটাক করে হাসপাতালের বিছানায় তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন এই ওপেনার। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।
হার্ট অ্যাটাক হয়ে খানিকটা চিকিৎসা নেয়ার পর এই প্রথমবারের মতো ভক্তদের উদ্দেশে মুখ খুলেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ভক্তদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে মহান আল্লাহতা’আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল। লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য ২৪ মার্চই সবার কাছে দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন।
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। চিকিৎসার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে একটি রিংও পরিয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা। গতকালই জ্ঞান ফিরে তামিমের। আজ আরও ভালো অবস্থানে আছেন তিনি। হালকা হাঁটাচলা, খাওয়া-দাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার। তবে তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি।