বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে টনি হেমিং

ফাইল ছবি
দুই বছরের চুক্তি থাকলেও এক বছর না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছিলেন টনি হেমিং। অভিমানের জেরে পদত্যাগ করা অস্ট্রেলিয়ান কিউরেটর বাংলাদেশে ফিরলেন বছরখানেকের ব্যবধানে। সবকিছু ঠিক থাকলে দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।

promotional_ad

বাংলাদেশের চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে যাওয়ার আগে বিসিবির শ্রীলঙ্কান সিন্ডিকেট নিয়ে সমালোচনা করেছিলেন হেমিং। বিসিবির চাকরি ছেড়ে যাওয়া হেমিংকে তাৎক্ষণিকভাবে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই বছরের চুক্তি থাকলেও সেখান থেকে পদত্যাগ করেছেন তিনি। দ্রুতই বাংলাদেশে পুরোদমে কাজ করবেন তিনি।


আরো পড়ুন

দায়িত্ব বুঝে নিতে মিরপুরে টনি হেমিং

৫২ মিনিট আগে
দায়িত্ব বুঝে নিতে মিরপুরে টনি হেমিং, ক্রিকফ্রেঞ্জি

গতবার কিউরেটর হিসেবে আসলেও এবারের দায়িত্বটা একটু ভিন্ন। বাংলাদেশের সবগুলো আন্তর্জাতিক ভেন্যুর কিউরেটররা কাজ করবেন হেমিংয়ের অধীনে। সেই সঙ্গে তাকে রিপোর্ট জমা দিতেও বাধ্য থাকবেন তারা। এ ছাড়া বিসিবির নিয়োগ দেয়া চারজন মৃত্তিকাবিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন তিনি।


promotional_ad

হেমিংকে নিয়োগ দেয়া নিয়ে ইফতেখার মিঠু বলেন, ‘হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের জন্য টনি হেমিংকে দায়িত্ব দেয়া হয়েছে। সে আগেও বাংলাদেশে কাজ করেছে, তাকে এখন দুই বছরের জন্য আনা হচ্ছে। আমরা একটা ভিন্ন ইউনিট বানাচ্ছি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। আমাদের যত আন্তর্জাতিক ভেন্যু আছে সেখানকার সব কিউরেটররা তাঁর অধীনে থাকবে এবং তাঁর অধীনেই উইকেটের উন্নতি কিংবা যা প্রয়োজন তা হবে।’


আরো পড়ুন

অ্যাথলেটিক্স ট্র্যাকে সবার সেরা নাহিদ রানা

১ ঘন্টা আগে
অ্যাথলেটিক্স ট্র্যাকে সবার সেরা নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় ধরেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন গামিনী ডি সিলভা। তবে বেশিরভাগ সময়েই প্রত্যাশিত উইকেট বানাতে ব্যর্থ হয়েছেন তিনি। সবশেষ কয়েক বছর ধরে তাকে নিয়ে সমালোচনা থাকলেও নতুন কাউকে মিরপুরের দায়িত্ব দেয়নি বিসিবি। যদিও সাম্প্রতিক সময়ে লঙ্কান কিউরেটরের কাজ নিয়ে সন্তুষ্ট নয় বিসিবির পরিচালকরা।


এমন অসন্তুষ্টির কথা ইফতেখার মিঠু নিজেই জানিয়েছেন। যদিও কদিন আগে লঙ্কান কিউরেটরের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিসিবি। তবে হেমিং বাংলাদেশে ফেরায় বিপাকে পড়তে হতে পারে গামিনীকে। টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হেমিংকে সব কাজের রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে লঙ্কান কিউরেটরের কাজ পর্যালোচনা করবেন হেমিং। ইফতেখার মিঠু স্পষ্ট করে না জানালেও গামিনী যে দ্রুতই চাকরি হারাতে পারেন সেটা অনুমান করা যাচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball