আইসিসিতে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিল বিসিবি

ছবি: অ্যালেক্স মার্শাল

এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকাতে হিমশিম খেতে হয় বিসিবিকে। এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি।
মনোবিদ স্কটের বিকল্প খুঁজছে বিসিবি
২২ ঘন্টা আগে
মিঠু এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।'

এ ছাড়া এর আগে বিপিএলসহ স্থানীয় টুর্নামেন্টগুলোতে কাজ করেছে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট। এবার আইসিসি থেকে স্পেশাল ইউনিট নিয়ে আসার পরিকল্পনা করেছে বিসিবি। এ প্রসঙ্গে মিঠু বলেন, 'বিপিএলের আগামী আসরের জন্য আমরা আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়োগ দিয়েছি। বিপিএলের আগামী মৌসুমে তারা কাজ করবে।'
ক্রিকেটের দুর্নীতিবাজদের বাংলাদেশ ছাড়া করার হুমকি দিলেন মার্শাল
১৯ আগস্ট ২৫
মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি কলেজ অব পুলিসিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আইসিসির অ্যান্টি–করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।
আইসিসির এন্টি–করাপশন ইউনিট মূলত চারটি স্তম্ভের ওপর কাজ করে—প্রতিরোধ, বিঘ্ন সৃষ্টি, তদন্ত এবং শাস্তি প্রদান। মার্শালের নেতৃত্বে এই ইউনিট কেবল বড় টুর্নামেন্ট নয়, গ্রাসরুট পর্যায়ের ক্রিকেটেও নজরদারি বৃদ্ধি করেছে। বর্তমান সময়ের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে তার ভূমিকা ছিল অনেক। এবার তারই দ্বারস্থ হচ্ছে বিসিবি।