
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে সপ্তম স্থানে শেষ করে বাংলাদেশ পাচ্ছে ৭২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ আট কোটি ৭৩ লাখ। বৃহস্পতিবার এই চক্রের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি, যার বড় একটি অংশ যাচ্ছে টাইগারদের কাছে।