
রংপুরের জয়রথ থামিয়ে মেট্রোর ছয়ে ছয়
এনসিএল টি-টোয়েন্টিতে টানা জয়ের ভেলায় ভাসছিল রংপুর এবং ঢাকা মেট্রো। দুই দলই নিজেদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে টানা পাঁচটি করে ম্যাচ জিতে। মুখোমুখি লড়াইয়ে অবশ্য ঢাকা মেট্রোর সাথে পারল না রংপুর। আকবর আলীর দল হারে সাত উইকেটে। অপরদিকে ষষ্ঠ ম্যাচে নিজেদের ষষ্ঠ জয় পেল মেট্রো।