আলাউদ্দিন বাবুর জাদুকরী বোলিংয়ে বরিশালকে সহজেই হারাল রংপুর
ছবি: আলাউদ্দিন বাবুর (ডানে) চার উইকেট, ক্রিকফ্রেঞ্জি
১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই রানআউটে কাটা পড়েন তানবির হায়দার। তারপর ৬০ রানের জুটি গড়েন রিজওয়ান এবং নাঈম ইসলাম। ১৭ বলে ১৬ রান করে নাঈম ফিরে গেলে এই জুটি ভাঙে।
দলীয় ৮০ রানের মধ্যে ফিরে যান হাফ সেঞ্চুরি করা রিজওয়ানও। ৪৪ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৫৩ রান করেন এই ওপেনার। রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন আবদুল্লাহ আল মামুন এবং আকবর আলী।
আবদুল্লাহ ২৬ বলে ২১ এবং আকবর ১৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে একটি করে উইকেট নেন মইনুল ইসলাম এবং মইন খান।
সিলেটের একাডেমী মাঠে টস হেরে এ দিন আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। ১৯.২ ওভারে ১০৮ রানে অলআউট হয় দলটি। ৬০ রানে তৃতীয় উইকেট হারানো দলটি ৭৫ থেকে ১০৮ রানে যেতে, অর্থাৎ শেষ ৩৩ রানে সাতটি উইকেট হারায়।
বরিশালের ইনিংসের সর্বোচ রান আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। ৩১ বলে ২৫ রান করেন তিনি। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফাজলে মাহমুদ রাব্বি এবং কামরুল ইসলাম রাব্বি। এ ছাড়া মইনুল ইসলাম ১৪, রুয়েল মিয়া ১১ এবং সালমান হোসেন ইমন ১০ রান করেন।
বাকিরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। রংপুরের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু ছাড়া বাকিরাও বেশ সফল ছিলেন। দুটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফফার সাকলাইন। একটি উইকেট নেন আরিফ আহমেদ।