টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার ব্যবধান এখন মাত্র ৭৩ রেটিং পয়েন্ট।
বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরপর থেকেই বিরতিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। ২ ধাপ পিছিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে নেমে গেছেন তিনি।
২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেলেও পুরো টুর্নামেন্ট জুড়ে গড়পড়তা পারফর্ম করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন পর্যন্ত খেলা চার ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় কেবল একটিতে। নিউজিল্যান্ড, আফগানিস্তানের পর নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জিম্বাবুয়ের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করে সবার আস্থার প্রমাণও দিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে সেঞ্চুরি করা অলরাউন্ডার বল হাতে ছিলেন আরও দুর্দান্ত। জিম্বাবুয়ের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে চট্টগ্রাম টেস্ট জেতানোর পাশাপাশি সিরিজেও সমতা এনে দিয়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদা আক্তার। এমন পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন এই অলরাউন্ডার। এদিকে বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনি।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছে কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও পেসার বেন সিয়ার্স। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তারা।
আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে এসেছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের এই পেসার ৮.৩৮ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন যা তাকে এমন মাইলফলকে পৌঁছে দিয়েছে।
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন চাপ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে চলমান আছে কেবল সেই একটি সিরিজই। এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন জ্যাকব ডাফি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করে বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জ্যাকব ডাফি। আর তাতেই ক্যারিয়ারসেরা দ্বাদশতম স্থানে উঠে এসেছেন এই কিউই পেসার।
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিলেন শুভমান গিল। বাকি চার ম্যাচে অবশ্য সুবিধা করে উঠতে পারেননি ডানহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও ৩১ রানের বেশি করতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সেও আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন গিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৬৭ রান করেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৪১ রান। বল হাতেও আলো ছড়িয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতেও ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি।