আইসিসি র্যাঙ্কিংয়ে নাহিদা-শারমিন-রিতুর উন্নতি

ছবি: বাংলাদেশের জার্সিতে নাহিদা আক্তার, আইসিসি

মঙ্গলবার হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনও সেরা চারে নিজের জায়গা ধরে রেখেছেন নাহিদা। স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩৪ রানের জয়ের ম্যাচে ৪০ রানে ৪ উইকেট নেন তিনি।
র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ব্রেসওয়েল, সিয়ার্সের লম্বা লাফ
৯ এপ্রিল ২৫
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একটি করে উইকেট নেন। এমন পারফরম্যান্সেই দুই ধাপ উন্নতি করেছেন তিনি। আর তাতেই ক্যারিয়ারসেরা ৬১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শারমিন ৮ ধাপ উন্নতি করে ২১ নম্বরে উঠে এসেছেন। দারুণ উন্নতি হয়েছে রিতুরও। তিনি ১৫ ধাপ উন্নতি করে ৭৩তম স্থানে উঠে এসেছেন। তিন ম্যাচে যথাক্রমে ১২, ১৫ ও ৪৮ রান করে বড় লাফ দিয়েছেন রিতু।
এদিকে রাবেয়া খান এক ধাপ উন্নতি করেছেন। ফাহিমা খাতুন দুই ধাপ উন্নতি করেছেন। বোলারদের মধ্যে দারুণ উন্নতি হয়েছে মারুফা আক্তারেরও। তিনি তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ উন্নতি করেছেন। আর তাতেই সেরা পঞ্চাশে ঢুকেছেন তিনি।
এই পেসারের বর্তমান অবস্থান ৪৯ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন সাউথ আফ্রিকার লরা উলভার্ট।