টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে ডাফি

ছবি: টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে জ্যাকব ডাফি (মাঝে), ফাইল ফটো

ডাফির এই দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। র্যাঙ্কিংয়ে এই পেসার ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ফেলেছেন।
র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ডাফি
২৬ মার্চ ২৫
২০১৮ সালে ইশ সোধির পর এবারই প্রথম নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল। টি-টোয়েন্টি এই সিরিজে টিম সেইফার্টও দুর্দান্ত পারফর্ম করেছেন। পাঁচ ম্যাচে ৬২.২৫ গড়ে ২৪৯ রান করেন তিনি।

এর মধ্যে শেষ ম্যাচে ৯৭ রানের হার না মানা ইনিংস খেলে তিনি সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন। এমন পারফরম্যান্সে এই সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে অষ্টম স্থানে পৌঁছে গেছেন সেইফার্ট।
আবারও ব্যাটিং ব্যর্থতা, পাকিস্তানের সিরিজ হার
২ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালেন এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে গেছেন। আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৩০তম স্থানে পৌঁছেছেন জিমি নিশাম। এ ছাড়া ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে প্রথমম্যাচে সেঞ্চুরি করে মার্ক চ্যাপম্যান ৭৮তম স্থানে উঠে এসেছেন।
ওয়ানডেতে বোলারদের মধ্যে উইল ও’রুর্কি ১৫ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে আসেন। উন্নতি হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফেরও। দুটি উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই পেসার।