promotional_ad

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে ডাফি

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে জ্যাকব ডাফি (মাঝে), ফাইল ফটো
আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে এসেছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের এই পেসার ৮.৩৮ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন যা তাকে এমন মাইলফলকে পৌঁছে দিয়েছে।

promotional_ad


ডাফির এই দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে এই পেসার ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ফেলেছেন।


আরো পড়ুন

র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ডাফি

২৬ মার্চ ২৫
র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জ্যাকব ডাফি, ফাইল ফটো

২০১৮ সালে ইশ সোধির পর এবারই প্রথম নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল। টি-টোয়েন্টি এই সিরিজে টিম সেইফার্টও দুর্দান্ত পারফর্ম করেছেন। পাঁচ ম্যাচে ৬২.২৫ গড়ে ২৪৯ রান করেন তিনি।



promotional_ad

এর মধ্যে শেষ ম্যাচে ৯৭ রানের হার না মানা ইনিংস খেলে তিনি সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন। এমন পারফরম্যান্সে এই সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে অষ্টম স্থানে পৌঁছে গেছেন সেইফার্ট।


আরো পড়ুন

আবারও ব্যাটিং ব্যর্থতা, পাকিস্তানের সিরিজ হার

২ এপ্রিল ২৫
৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স

নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালেন এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে গেছেন। আর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৩০তম স্থানে পৌঁছেছেন জিমি নিশাম। এ ছাড়া ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে প্রথমম্যাচে সেঞ্চুরি করে মার্ক চ্যাপম্যান ৭৮তম স্থানে উঠে এসেছেন।



ওয়ানডেতে বোলারদের মধ্যে উইল ও’রুর্কি ১৫ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে আসেন। উন্নতি হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফেরও। দুটি উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball