promotional_ad

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিলেন শুভমান গিল। বাকি চার ম্যাচে অবশ্য সুবিধা করে উঠতে পারেননি ডানহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও ৩১ রানের বেশি করতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সেও আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন গিল।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ফাইনালের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে ছন্দে ছিলেন কোহলি। এক সেঞ্চুরিতে ২১৮ রান করেছেন তিনি। তবে ফাইনালে ভালো করতে না পারায় এক ধাপ পিছিয়ে গেছেন। 


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপেও খেলবেন রোহিত, বিশ্বাস পন্টিংয়ের

৫ ঘন্টা আগে
রিকি পন্টিং ও রোহিত শর্মা

৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছেন কোহলি। অর্থাৎ আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচ জনের তিনজনই ভারতের। দুইয়ে জায়গা ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম ও এক ধাপ পিছিয়ে হেনরিখ ক্লাসেন নেমে গেছেন চারে। এদিকে সেরা দশে আছেন শ্রেয়াস আইয়ারও। তিনি আছেন ৮ নম্বরে।



promotional_ad

ভারতের ক্রিকেটারদের মতো নিউজিল্যান্ডের ব্যাটাররাও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে ১৪ ধাপ এগিয়েছেন রাচিন রবীন্দ্র। ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছেন কিউইদের বাঁহাতি এই ওপেনার। ৬ ধাপ এগিয়ে ২৪ নম্বরে গ্লেন ফিলিপস, ২ ধাপ এগিয়ে ২৭ নম্বরে কেন উইলিয়ামসন উঠে এসেছেন। 


আরো পড়ুন

৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

৯ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে কোহলির উচ্ছ্বাস, আইসিসি

পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে বল হাতে আলো ছড়িয়ে ৬ ধাপ এগিয়েছেন মিচেল স্যান্টনার। ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। 



গত সপ্তাহে কোনো ম্যাচ না খেললেও এক ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজেদের পুরনো অবস্থানেই আছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। ব্যাটারদের মাঝে নাজমুল হোসেন শান্ত চার ধাপ পিছিয়ে গেছেন। তবে সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিকুর রহিম এক ধাপ এগিয়েছেন। পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদেরও এক ধাপ উন্নতি হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball