আমি তিনটি ফ্রি হিট কাজে লাগাতে পারিনি: সৌম্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলই ওয়াইড করলেন আকিল হোসাইন। পরের দিলেন বলটা করলেন ‘নো’। সেই বলে ডিপ মিড উইকেটে স্লগ করে ২ রান দিলেন সৌম্য সরকার। কিন্তু ফ্রি হিটে ১ রানের বেশি নিতে পারেননি তিনি।