তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। পরের ম্যাচে ফিরেছেন হাফ সেঞ্চুরির আগেই। তবে চতুর্থ ওয়ানডেতে ১৪ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১১৫ বলে ১১৩ রানের ইনিংস। আবরারের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি ডানহাতি এই ওপেনার।