promotional_ad

তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার

সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের নায়ক জাওয়াদ আবরার
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। পরের ম্যাচে ফিরেছেন হাফ সেঞ্চুরির আগেই। তবে চতুর্থ ওয়ানডেতে ১৪ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১১৫ বলে ১১৩ রানের ইনিংস। আবরারের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি ডানহাতি এই ওপেনার।

promotional_ad

যুব এশিয়া কাপে আলোচনায় আসার পর বাংলাদেশের ঘরোয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন আবরার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলা হয়েছে তাঁর। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে আলো ছড়িয়ে শ্রীলঙ্কা সফরে যান ডানহাতি এই ওপেনার। ডিপিএলের ছন্দে ধরে রাখেন শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষেও। দ্বিতীয় ম্যাচেই করেছেন সেঞ্চুরি।


আরো পড়ুন

আবরারের অপরাজিত ১৩০ রানের ইনিংসে যুবাদের বড় জয়

২৮ এপ্রিল ২৫
জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম

চতুর্থ ম্যাচে যখন ৯৪ রানে অপরাজিত তখন দুলনিত সিগেরার বলে সিঙ্গেল নেন তিনি। একই ওভারে সিগেরার পায়ের উপর করা ডেলিভারিতে ফ্লিক করে ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন আবরার। বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে যুব ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি করেন তিনি। এমন কীর্তি আছে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসানের। সেঞ্চুরি পাওয়া দুই ম্যাচেই বাংলাদেশ জেতায় খুশি আবরার।


promotional_ad

লঙ্কানদের বিপক্ষে ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলে বিসিবির এক ভিডিও বার্তায় আবরার বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচে দুইটা। আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে আমার একটা অবদান ছিল সেটার জন্য আমি খুশি।’


আরো পড়ুন

আবরারের সেঞ্চুরির পর বোলারদের দাপটে যুবাদের বড় জয়

১৫ ঘন্টা আগে
সেঞ্চুরির পর জাওয়াদ আবরার, বিসিবি

২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। ২০২০ সালের পর আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে নিজেদের প্রস্তুত করছেন আবরার-আজিজুল হাকিম তামিমরা। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সিরিজ খেলার সুযোগও পাচ্ছেন তারা। আবরার মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে ভালো কিছু অর্জন করতে পারবেন।


এ প্রসঙ্গে তরুণ এই ওপেনার বলেন, ‘পরবর্তী লক্ষ্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ আছে সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দল হিসেবে ব্যালেন্সড অনেক। আশাবাদী ভালো কিছু করবো আমরা ইনশাআল্লাহ। দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবো। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু অর্জন করবো বিশ্বকাপে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball