নির্ধারিত সময়েই ভারত সিরিজের আশায় বিসিবি সভাপতি

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

যদিও সিরিজ বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ফারুক আহমেদ। ভারত বা বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। তিনি নির্ধারিত সময়েই বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী।
তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার
১২ ঘন্টা আগে
শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, 'আমাদের ওইরকম কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ যেটার কথা আপনি বললেন শুনেছি। ওরা কিন্তু পুরো সফর চূড়ান্ত করেছে এবং সূচি তৈরি হয়ে গেছে। আসলে পরিস্থিতিটা তো এই মুহূর্তে আমি বলতে পারব না। কিন্তু এই মুহূর্তে পুরো সফর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না।'

মূলত পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান টাইমস। তারা বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ব্যক্তিগত মন্তব্যকে উদ্ধৃতি হিসেবে ব্যবহার করে 'উস্কানিমূলক' আখ্যা দিয়েছে। তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে বাংলাদেশকে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়ার পরামর্শ দিয়েছেন।
এখনও জাতীয় দলে ফেরার ক্ষুধা আছে রাহানের
২ মে ২৫
মূলত এই বক্তব্যই বাংলাদেশ-ভারত সিরিজকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। বিসিবি সভাপতি জানিয়েছেন বাংলাদেশ সিরিজ নিয়ে আইসিসি সভাপতির সঙ্গেও কথা হয়েছে। সেই সঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে এই সিরিজ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবি সভাপতির। বাকিটা সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।
তিনি বলেন, 'আপনি জানেন আমি দুইবার আইসিসির মিটিংয়ে...প্রথমবার তো বিসিসিআইয়ের সচিব ছিল জয় শাহ তার সঙ্গে কথা বলেছি, তাকে অনুরোধ করেছি। পরেরবার যখন মিটিং করেছি সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে। তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে বিসিসিআইতে। নতুন যে সচিব হয়েছে দেবজিৎ সাইকিয়া ওর সঙ্গেও কথা বলেছি, অনুরোধ করেছি। তারপরও আমরা সূচি পেয়েছি। আমার মনে হয় এটা এখনো ঠিক সময়েই আছে। বাকিটা সময় বলে দেবে আরকি।'