ইমনের সেঞ্চুরির ম্যাচে বাংলাদেশকে জেতালেন তানজিম-হাসানরা
পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী সেঞ্চুরির ম্যাচে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগে ব্যাটিং করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সাত উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার দিনে রেকর্ড ৯টি ছক্কা হাঁকান ইমন, সঙ্গে ছিল পাঁচটি চারের মার। এরপর তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ম্যাচ জিতে বাংলাদেশ।