promotional_ad

ব্যাটিং ব্যর্থতায় হারলেন স্বর্ণা-শারমিনরা

ফাইল ছবি
প্রথম টি-টোয়েন্টিতে ১১৬ রান তাড়ায় পঞ্চাশের আগেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চাপের মুখে হাফ সেঞ্চুরি করে সেদিন বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন স্বর্ণা আক্তার। কাছাকাছি রান তাড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বর্ণা ফিরলেন মাত্র ১৬ রানে। বাকিদের মাঝে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন রুবাইয়া হায়দার ঝিলিক, আফিয়া আসিমা ইরা ও ফারজানা ইয়াসমিন। তবে জয়ের জন্য যথেষ্ট ছিল না কারো ইনিংস। ব্যাটারদের ব্যর্থতায় ৭৯ রানে অল আউট হয়ে হেরেছে বাংলাদেশ। ৩৬ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফেরাল সাউথ আফ্রিকার মেয়েরা।

promotional_ad

কক্সবাজারে জয়ের জন্য ১১৫ রান তাড়ায় স্বাগতিকদের ভালো শুরু এনে দিয়েছিলেন সাথী রানী বর্মন ও রুবাইয়া। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি আপিয়ে কুলা। ১৫ বলে ৯ রান করা ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। পরের ওভারে আউট হয়েছেন তিনি নামা শারমিন সুলতানা। বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান।


আরো পড়ুন

রাকিবুল-মাহফুজুরের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের সিরিজ জয়

১৪ ঘন্টা আগে
সিরিজ জিতে ট্রফি হাতে বাংলাদেশ ইমার্জিং দল, ক্রিকফ্রেঞ্জি

একটু পর ফিরেছেন ওপেনার রুবাইয়াও। দুই চারে ১১ বলে ১১ রান করা বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন রান আউট হয়ে। মিষ্টি রানীও টিকতে পারেননি বেশিক্ষণ। বাংলাদেশের রান যখন পঞ্চাশ তখন আউট হয়েছেন ফারজানা। আগের ম্যাচে ভালো ব্যাটিং করা ফারজানা ৭ বলে ১০ রান করে ফিরেছেন। ৫০ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন স্বর্ণা ও আফিয়া।


তাদের দুজনের জুটি ভেঙেছেন এলিজ মারি-মার্ক্স। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ম্যাচ জেতানো স্বর্ণা আউট হয়েছেন ১৬ রানে। পরের ওভারে ফিরে গেছেন আফিয়াও। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করা আফিয়াকে ফিরিয়েছেন লুয়ান্দা এলিলে জুজা। শেষের দিকে টানা তিন বলে আউট হয়েছেন সাদিয়া আক্তার, আনিসা আক্তার সুবা ও ফুয়ারা বেগম। বাংলাদেশ অল আউট হয় ৭৯ রানে।


promotional_ad



আরো পড়ুন

প্রথম সেঞ্চুরিতেও বাংলাদেশকে জেতাতে পারলেন না আকবর

১৪ মে ২৫
বিসিবি

এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে সাউথ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন ‍লুয়ান্দা জুজা। এ ছাড়া ভেরুন্নিসা রেড্ডি ২৫ ও ক্লার ডি ক্লার্ক ২৩ রান করেছেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা। সাবিকুন নাহার দুটি এবং ফুয়ারা নিয়েছেন একটি উইকেট।


সংক্ষিপ্ত স্কোর—


সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দল— ১১৫/৮ (২০ ওভার) (লুয়ান্দা ৩০, ভেরুন্নিসা ২৫, ডি ক্লার্ক ২৩; স্বর্ণা ৩/২০, সাবিকুন ২/১৮)


বাংলাদেশ নারী ইমার্জিং দল— ৭৯/১০ (১৬.২ ওভার) (আফিয়া ১৭, স্বর্ণা ১৬, রুবাইয়া ১১, ফারজানা ১০; রাপো ৩/৯, ল্যান্ডেলা ২/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball