ব্যাটিং ব্যর্থতায় হারলেন স্বর্ণা-শারমিনরা

ছবি: ফাইল ছবি

কক্সবাজারে জয়ের জন্য ১১৫ রান তাড়ায় স্বাগতিকদের ভালো শুরু এনে দিয়েছিলেন সাথী রানী বর্মন ও রুবাইয়া। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি আপিয়ে কুলা। ১৫ বলে ৯ রান করা ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। পরের ওভারে আউট হয়েছেন তিনি নামা শারমিন সুলতানা। বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান।
রাকিবুল-মাহফুজুরের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের সিরিজ জয়
১৪ ঘন্টা আগে
একটু পর ফিরেছেন ওপেনার রুবাইয়াও। দুই চারে ১১ বলে ১১ রান করা বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন রান আউট হয়ে। মিষ্টি রানীও টিকতে পারেননি বেশিক্ষণ। বাংলাদেশের রান যখন পঞ্চাশ তখন আউট হয়েছেন ফারজানা। আগের ম্যাচে ভালো ব্যাটিং করা ফারজানা ৭ বলে ১০ রান করে ফিরেছেন। ৫০ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন স্বর্ণা ও আফিয়া।
তাদের দুজনের জুটি ভেঙেছেন এলিজ মারি-মার্ক্স। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ম্যাচ জেতানো স্বর্ণা আউট হয়েছেন ১৬ রানে। পরের ওভারে ফিরে গেছেন আফিয়াও। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করা আফিয়াকে ফিরিয়েছেন লুয়ান্দা এলিলে জুজা। শেষের দিকে টানা তিন বলে আউট হয়েছেন সাদিয়া আক্তার, আনিসা আক্তার সুবা ও ফুয়ারা বেগম। বাংলাদেশ অল আউট হয় ৭৯ রানে।

প্রথম সেঞ্চুরিতেও বাংলাদেশকে জেতাতে পারলেন না আকবর
১৪ মে ২৫
এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে সাউথ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন লুয়ান্দা জুজা। এ ছাড়া ভেরুন্নিসা রেড্ডি ২৫ ও ক্লার ডি ক্লার্ক ২৩ রান করেছেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা। সাবিকুন নাহার দুটি এবং ফুয়ারা নিয়েছেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর—
সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দল— ১১৫/৮ (২০ ওভার) (লুয়ান্দা ৩০, ভেরুন্নিসা ২৫, ডি ক্লার্ক ২৩; স্বর্ণা ৩/২০, সাবিকুন ২/১৮)
বাংলাদেশ নারী ইমার্জিং দল— ৭৯/১০ (১৬.২ ওভার) (আফিয়া ১৭, স্বর্ণা ১৬, রুবাইয়া ১১, ফারজানা ১০; রাপো ৩/৯, ল্যান্ডেলা ২/১৫)