মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের কয়েক মাস আগে আন্দ্রে রাসেলের অবসর প্রশ্ন তুলছে ক্রিকেট মহলে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জানান, থেমে যাওয়ার এখনই সময়। রাসেল বিশ্বাস করেন, ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে।