অধিনায়কত্ব ছাড়লেন রাহানে
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
সময়টা ভালো যাচ্ছে না ক্যামেরন গ্রিনের। গত বছরের শেষ দিকে পিঠের অস্ত্রোপচার করাতে হয়েছিল এই অলরাউন্ডারকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার কারণে ২০২৪ এবং ২০২৫ সালের বড় একটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের ভার আগেই পেয়েছে জিম্বাবুয়ে-নামিবিয়া। আফ্রিকার এই তিন দেশেই হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসর। তবে কোথায় কত ম্যাচ হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।
২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। রান করেছেন সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। তবুও টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতের স্কোয়াডে নেই তিনি। ডানহাতি এই ব্যাটারকে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে অজিত আগারকার জানান, শ্রেয়াসের কোনো দোষ নেই।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে যেতে হলে মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। এমন ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে বোলিংয়ে প্রত্যাশা মেটাতে না পারায় ৩ উইকেট হারতে হয়েছে নুরুল হাসান সোহানদের। ১১ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সবাই। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুইটিতে।
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক ঘটনার জেরে একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমনকি ভারতের সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন। যদিও এমন কিছুর সম্ভাবনা আপাতত নেই। ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের। তবে কোনো খেলাধুলাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না তারা।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিততে শেষ ২৪ বলে মেলবোর্ন স্টারস একাডেমির প্রয়োজন ছিল ৩৭ রান, হাতে ৫ উইকেট। এমন সমীকরণের সময় তোফায়েল আহমেদের হাতে বল তুলে দেন নুরুল হাসান সোহান। নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেয়া ডানহাতি এই পেসার সেই ওভারে ২ ছক্কা ও এক চারে দিয়েছেন ২২ রান। তোফায়েলের সেই ওভারেই বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। পরের ওভারে ৬১ রানের ইনিংস খেলা মার্লোকে হাসান মাহমুদ ফেরালেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্লোর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে মেলবোর্ন। পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় হার। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে।
চলতি বছরের মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন হেইদার নাইট। চোটের কারণে কদিন আগে ভারতের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। পুরোপুরি সেরে না উঠলেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা ইসিবির।
আসন্ন জিম্বাবুয়ে সফরের দুই ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। স্কোয়াডে নেই দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ক্যারিয়ারে এখন পর্যন্ত দুবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অ্যালেক্স রস। সুযোগ পেলে আসন্ন বিপিএলেও নাম লেখাতে চান অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিপিএলের আগামী নিলামে কেউ দলে নিক, এমনটাই প্রত্যাশা তার।
ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার। নির্বাচকরা তাকে রোহিত শর্মার দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখছেন। যদিও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রাখা হয়নি আইয়ারকে। সেই টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল, যাকে সহ-অধিনায়কও করা হয়েছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।