দ্রুতই বোলিংয়ে ফেরার লক্ষ্য গ্রিনের

ছবি: অনুশীলনে ক্যামেরন গ্রিন

যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। এখন ব্যস্ত সাউথ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে। এর আগে এই অলরাউন্ডার খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।
গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া
২৫ জুন ২৫
চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজ। আপাতত তার মনোযোগ সেই সিরিজের প্রস্তুতিতেই। গ্রিন মনে করেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বোলারদের জন্যই বেশি সহায়তা ছিল। তবে এই সিরিজটি থেকে শিক্ষা নেয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।
গ্রিন বলেন, 'আমি মনে করি না আমরা অ্যাশেজে এ ধরনের উইকেটে খেলব, তাই এখানে খুব বেশি কিছু নেওয়ার নেই। উইকেটগুলো এতটাই কঠিন ছিল, বিশেষ করে ব্যাটারদের জন্য। সিরিজটা অক্ষতভাবে শেষ করতে পারাটাই ভালো সাফল্য।'

এনগিডির ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
২২ আগস্ট ২৫
অ্যাশেজ শুরুর এখনো তিন মাস বাকি। পর্যাপ্ত প্রস্তুতির জন্য গ্রিন তাকিয়ে আছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড খেলার দিকে। তার বিশ্বাস, এটি বোলিংয়ে ফিরে আসারও একটি ভালো সুযোগ হতে পারে—কারণ জুনে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে তিনি এখনো বোলিং শুরু করেননি।
গ্রিন বলেন, 'আগে যখন শিল্ড ক্রিকেটে মনোযোগ দিয়েছি, সেটা আমার জন্য দারুণ কাজ করেছে। হয়তো আবারও সেটাই করতে হবে, বিশেষ করে যখন আমি ধীরে ধীরে বোলিংয়ে ফিরছি। কয়েকদিন ধরে আরও কিছু ওভার বল করার সুযোগ পেলে তা কাজে দেবে।'
কোন ম্যাচে তিনি বোলিং শুরু করবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নন গ্রিন। তবে দীর্ঘ ইনজুরির পর ফেরার এই যাত্রাকে তিনি রোমাঞ্চকর বলে মনে করছেন। তিনি বলেন, 'আমি নিশ্চিত নই ঠিক কোন ম্যাচে (বোলিংয়ে ফেরা হবে), তবে আমি দারুণভাবে প্রস্তুত এবং ভালো অবস্থায় আছি। এটা সত্যিই উত্তেজনাপূর্ণ। দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হয়েছে, তবে ফিরতে পেরে দারুণ লাগছে।'