অধিনায়কত্ব ছাড়লেন রাহানে

অনুশীলনে আজিঙ্কা রাহানে
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।

promotional_ad

আনুষ্ঠানিক কোনো বিবৃতি নয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুম্বাইয়ের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রাহানে। তিনি খেলোয়াড় হিসেবে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখতে চান বলেও নিজের ইচ্ছের কথা জানিয়েছেন।


আরো পড়ুন

মুম্বাইয়ের ঘটনা ভুলে জয়সাওয়ালের ওপর বাজি রাহানের

২১ জুন ২৫
ইয়াশভি জয়সাওয়াল, ফাইল ফটো

রাহানে লিখেছেন, 'মুম্বাই দলের হয়ে অধিনায়কত্ব করা এবং চ্যাম্পিয়নশিপ জেতা ছিল বিরাট সম্মান। নতুন ঘরোয়া মৌসুম সামনে রেখে আমি মনে করি, নতুন একজন নেতাকে তৈরি করার সময় এসেছে।'


promotional_ad

রাহানে আরও যোগ করেন, 'তাই আমি আর অধিনায়কত্বের দায়িত্ব চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং এমসিএ’র সঙ্গে আমাদের আরও শিরোপা জেতার লক্ষ্যে এগিয়ে যাব। মৌসুমের অপেক্ষায় আছি।'


আরো পড়ুন

রঞ্জির পারফরম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলতে চান রাহানে

১৭ ফেব্রুয়ারি ২৫
সেঞ্চুরির পর আজিঙ্কা রাহানে, ফাইল ফটো

রাহানের নেতৃত্বেই মুম্বাই ২০২৩-২৪ মৌসুমে নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ৪২তম রঞ্জি ট্রফি শিরোপা জেতে। যদিও গত দুই বছরে তার লাল বলের ফর্ম খুব একটা ভালো ছিল না। ২৭ ইনিংসে ৪৬৭ রান এসেছে তার ব্যাট থেকে। আর একটি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।


যদিও সীমিত ওভারের ফরম্যাটে তিনি অনেক বেশি সাবলীল ছিলেন। গত বছরের ডিসেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, যেখানে তিনি শ্রেয়াস আইয়ারের অধীনে খেলেছিলেন, রাহানে টুর্নামেন্টসেরা হন—৪৬৯ রান করে। সর্বোচ্চ রান করে মুম্বাইকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন রাহানে।


সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেন রাহানে। সেখানে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক—১৪ ইনিংসে ৩৯০ রান করেছিলেন ১৪৭.২৭ স্ট্রাইক রেটে। তবে দলটির মৌসুমটা মাঝারি মানের কেটেছে; ১৪ ম্যাচে মাত্র পাঁচ জয়ে অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করেছে কেকেআর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball