২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু নিশ্চিত করল সাউথ আফ্রিকা

২০২৩ বিশ্বকাপের ফটোশ্যুটে অধিনায়করা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের ভার আগেই পেয়েছে জিম্বাবুয়ে-নামিবিয়া। আফ্রিকার এই তিন দেশেই হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসর। তবে কোথায় কত ম্যাচ হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।

promotional_ad

এবার ক্রিকেট সাউথ আফ্রিকা নিশ্চিত করেছে কোথায় কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ওয়ানডে বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। এর মধ্যে ৪৪টি হবে সাউথ আফ্রিকার মাটিতে। এর জন্য ঠিক করা হয়েছে আটটি ভেন্যুও। যার মধ্য্যে রয়েছে- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্ল।


আরো পড়ুন

এসএ২০ লিগের নিলামে ভারতের ১৩ ক্রিকেটার, পাকিস্তানের ৪০

৮ ঘন্টা আগে
ফাইল ছবি

৪৪ ম্যাচের কোনটি কোন মাঠে হবে তা এখনও জানায়নি প্রোটিয়ারা। বিশ্বকাপে সূচি ঘোষণা হলেই এই ব্যাপারে বিস্তর ধারণা পাওয়া যাবে। এদিকে বিশ্বকাপের বাকি ১০ ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে। এই দুই দেশে নির্দিষ্ট কয়টি করে ম্যাচ হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


promotional_ad

স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দিয়েছে সাউথ আফ্রিকা। এই বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড, যার প্রধান দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। ক্রিকেট সাউথ আফ্রিকার চেয়ারম্যান পার্ল মাফোশে বলেছেন, ‘সাউথ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য রয়েছে আমাদের বোর্ডের। সেই লক্ষ্যে আমরা তৈরি হচ্ছি।’


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

এর আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল সাউথ আফ্রিকায়। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আয়োজকদের। এরপর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক ছিল প্রোটিয়ারা। সেই আসরেও গ্রুপ পর্ব থেকেই শেষ সাউথ আফ্রিকার বিশ্বকাপ মিশন। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করেছে তারা।


ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সাউথ আফ্রিকাকে। বিশ্বকাপে ব্যর্থ হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে টেম্বা বাভুমার দল। এবার ঘরের মাঠে বিশ্বকাপ খরাও কাটাতে চাইবে আফ্রিকার এই দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball