বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে চিন্তিত ভারত। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন এমনটাই।
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে চিন্তিত ভারত। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন এমনটাই।
চলে গেলেন কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড। ৯২ বছর বয়সে ইংল্যান্ডের বার্নসলেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বার্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিলে সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনের সময়কাল এর আগে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর আনা হলেও এবার অবশ্য সেটি আর পরিবর্তিত হয়নি। আগের মতোই আগামী ৬ অক্টোবর হবে নির্বাচনের ভোট গ্রহণ এবং ফল প্রকাশ। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে বিসিবি।
বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবির নির্বাচন। যদিও পরবর্তীতে সেটা দুদিন পিছিয়ে দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে ধারণা করা হচ্ছে, আরও এক দফা পিছিয়ে যেতে পারে নির্বাচন। এখনো কাউন্সিলরদের খসড়া তালিকা না পাওয়ায় নির্বাচন পেছাতে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বিসিবিতে মিটিং করছে নির্বাচন কমিশন।
জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। কখনো কখনো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ায় ক্রিকেটারদেরও এমন গরম সইতে হচ্ছে। অসহ্য গরমের মাঝে ২৮ ঘণ্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। যার ফলে সূচি নিয়ে অসন্তুষ্টি আছে ফিল সিমন্সের। বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, পরপর দুইদিনে ম্যাচ খেলা মানুষের ধারণার চেয়েও কঠিন।
টি-টোয়েন্টির রেকর্ড, পরিসংখ্যান, শক্তি-সামর্থ্যে ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও সবশেষ কয়েক বছরে প্রতিবেশি দুই দেশের লড়াই নতুন মাত্রা পেয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের সঙ্গে বাড়তি একটা ঝাঁজ খুঁজে পান সমর্থকরা। বাংলাদেশ-ভারত ম্যাচ হলে তাই বাড়তি একটা হাইপ থাকে। ফিল সিমন্স মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় হাইপ থাকা স্বাভাবিক এবং থাকাও উচিত।
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অসাধারণ সূচনা করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে আশা জাগানিয়া পারফরম্যান্স করতে পারলে এবারের এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে লিটন দাসের দল।
প্রস্তুতি নিয়ে আক্ষেপ থাকলেও নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চান নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দেশের মানুষকে ভালো কিছু দেয়ার পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর নাগাদ দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালের পর আবারও সিএবির দায়িত্ব নিলেন ভারতের সাবেক অধিনায়ক। স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন বছর তিনেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্বে থাকা সৌরভ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেয়ার সময়ই বিশ্বের অন্য লিগে খেলার কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের ও আইপিএলের বাইরে ডানহাতি স্পিনারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার শুরুটা হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সেই টুর্নামেন্টর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দেখা যাবে তাকে।
ট্রিপল সেঞ্চুরি করার পরও ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন কারুন নায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও সাদা পোশাকে জাতীয় দলে ফেরেন ডানহাতি এই ব্যাটার। ইংল্যান্ড সফরে ‘দ্বিতীয় সুযোগ’ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাদ পড়তে যাচ্ছেন নায়ার। ৩৩ বছর বয়সি ব্যাটারের জায়গা নিতে যাচ্ছেন দেবদূত পাডিকাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। এদিন মধ্যরাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। মিঠু বেশ কিছু বিষয় নিয়ে এদিন খোলাসা করেছেন।