রিশাদের লাহোরকে হেসেখেলে হারাল বাবরের পেশাওয়ার
লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না পেশাওয়ার জালমি। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। এ দিন বল হাতে ম্লান ছিলেন রিশাদ। দুই ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান।