আট ম্যাচে কেবল ৫৫ রান এসেছে রাসেলের ব্যাটে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ শেষ করে আসার যে দক্ষতা ছিল সেটাও বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বারবার স্পিনারদের বলে পরাস্ত হচ্ছেন এই ক্যারিবিয়ান।
স্কোয়াডে রভমান পাওয়েলের মতো বিকল্প থাকলেও টানা রাসেলকে খেলিয়ে যাওয়ার অর্থ খুঁজছে কলকাতার সমর্থকরা। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল ১৯৯ রান তাড়া করতে নেমে ১৫৯ রানে থেমেছে কলকাতা। ছয়ে নেমে রাসেল করেন ১৫ বলে ২১ রান।
রাসেলের ব্যর্থতা ঢাকতে গিয়ে দলের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো অবশ্য বাকিদের দায়িত্ব নিতে বলছেন, 'রাসেল যথেষ্ট অভিজ্ঞ এবং সফল ক্রিকেটার। এটা ঠিক যে দুটো ম্যাচে লেগস্পিনারের বলে আউট হয়েছে। তবে আমার মনে হয় না দল হিসাবেও আমরা ভালো ব্যাটিং করেছি। এটাই বাস্তব। একা রাসেলকে দোষ দিয়ে লাভ নেই। সমস্যা সবার হচ্ছে। দল হিসাবে আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং দায়িত্ব নিতে হবে।'
কলকাতার হয়ে রাসেলের আগে ব্যাটিং করতে দেখা যায় ভেঙ্কাটেশ আইয়ার, অঙ্গক্রিশ রঘুবংশি, রামানদিপ সিংদের। এ ছাড়া সেরা তিনে কুইন্টন ডি কক বা রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন এবং আজিঙ্কা রাহানের মতো ব্যাটাররা থাকেন।
ব্রাভো আরো বলেন, 'আইপিএল একটা কঠিন প্রতিযোগিতা। অনেক সময়ই মাঝে আত্মবিশ্বাস হারিয়ে যায়। এখন আমাদের সেটাই হচ্ছে। বেশির ভাগ সময় রাসেল যখন ব্যাট করতে আসে তখন প্রতি ওভারে ১৪/১৫ রান দরকার। ও যাতে ম্যাচ শেষ করতে পারে সেই মঞ্চ আগের ব্যাটারদেরই তৈরি করে দিতে হবে। সবাইকে ভালো ব্যাট করতে হবে।'